Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ডেঙ্গু : আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, মৃত্যু ২৫০

dengue-260324-03
[publishpress_authors_box]

চলতি বছর শেষ হতে আরও দুই মাসের বেশি সময় বাকি। এরই মধ্যে দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগ প্রাণ নিয়েছে ২৫০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৯ জন আর এই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।

তাদের নিয়ে সরকারি হিসেবে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৯১৯ জন আর মৃতের সংখ্যা হলো ২৫০।

নতুন মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। যাদের বয়স ৫১ থেকে ৭৫ বছরের মধ্যে, মৃতদের মধ্যে দুইজন পুরুষ আর একজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী সংখ্যা ১৯ হাজার ৯৮১ জন আর এখন পর্যন্ত মৃত্যু হলো ৮৭ জনের। এর আগের মাসে পুরো সেপ্টেম্বরে রোগী ছিল ১৮ হাজার ৯৭ জন আর মৃত্যু ছিল ৮০ জনের।

পুরো বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয়েছি এক হাজার ৫৫ জন; মৃত্যু হয় ১৪ জনের, ফেব্রুয়ারিতে ভর্তি হয় ৩৩৯ জন; মৃত্যু হয় তিনজনের, মার্চে রোগী ছিল ৩১১ জন; মৃত্যু পাঁচ জনের, এপ্রিলে আক্রান্ত ৫০৪ জন; মৃত্যু দুইজনের, মে মাসে আক্রান্ত ৬৪৪ জন; মৃত্যু ১২ জনের, জুনে আক্রান্ত ৭৯৮ জন; মৃত্যু আটজনের।

বছরের মাঝামাঝিতে জুলাই মাস থেকে রোগী বাড়তে থাকে; ছাড়িয়ে যায় দুই হাজারের ঘর। সে মাসে হাসপাতলে ভর্তি হওয়া সংখ্যা দুই হাজার ৬৬৯ জন; মৃত্যু হয় ১২ জন, আগস্টে কয়েকগুণ বেড়ে রোগী হয় ছয় হাজার ৫২১ জন; মৃত্যু ২৭ জন। আর আগস্টের তিনগুণ বেশি রোগী সেপ্টেম্বরে শনাক্ত হয়, মৃত্যুও হয় তিনগুণের বেশি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত