ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর খবর এসেছে, এদের চারজনই বরগুনা জেলার।
মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন, তাদের ৬৭ জনও বরগুনার।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর যে তথ্য দিয়েছে, তাতে পাঁচ রোগীর মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
এদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি চারজনের মৃত্যু হয়েছে গত ৪৮ ঘণ্টায় বরগুনা সদর হাসপাতালে। পাঁচজনের ভেতরে নারী ৩ জন, পুরুষ ২ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগেরই ১২৪ জন। এই ১২৪ জনের ভেতরে ৬৭ জন ভর্তি হয়েছেন বরগুনা সদর হাসপাতালে।
বাকিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে ১২ জন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (মহানগর এলাকা বাদে) ভর্তি হয়েছেন ৯ জন করে, খুলনা বিভাগের হাসপাতালে তিনজন আর সিলেট ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছেন একজন করে।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে মোট হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা ৫ হাজার ৫৭০ জন আর মোট মৃত্যু ২৮ জনের।
মোট রোগীর ভেতরে জানুয়ারি মাসে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন। জুন মাসের ১২ দিনেই হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা ১ হাজার ২২৫ জনে পৌঁছেছে।
মোট ২৮ মৃত্যুর ভেতরে জানুয়ারিতে মৃত্যু হয় ১০ জনের, ফেব্রুয়ারি আর মে মাসে তিনজন করে, মার্চে কারও মৃত্যু হয়নি, এপ্রিলে সাতজন আর জুনে এখন পর্যন্ত পাঁচজনের।