Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

মিস ইউনিভার্সের মুকুট ডেনমার্কের ভিক্টোরিয়ার

মিস ইউনিভার্স ২০২৪, ডেনমার্কের ভিক্টোরিয়া খিয়া থেলওয়েইগ
২১ বছর বয়সী ভিক্টোরিয়া খিয়া থেলওয়েইগ একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং আইনজীবী।
[publishpress_authors_box]

৭২তম মিস ইউনিভার্স আসরে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া খিয়া থেলওয়েইগ।

২১ বছর বয়সী ভিক্টোরিয়া একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং আইনজীবী।

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন। ভিক্টোরিয়া মিস ইউনিভার্স মুকুট জিতে ইতিহাস গড়লেন। কারণ তিনি এই প্রতিযোগিতায় প্রথম ডেনিশ বিজয়ী।

তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা। দ্বিতীয় রানারআপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

মাল্টার সুন্দরী বিয়াট্রিস এনজোয়া, ৪০ বছর বয়সে চূড়ান্ত পর্বে পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এই পর্বে এক বর্ণাঢ্য জাতীয় পোশাক প্রদর্শনী অন্তর্ভুক্ত ছিল। এরপর সেমি-ফাইনালে অংশগ্রহণকারীরা বিকিন রাউন্ডে অংশ নেন। সেখান থেকে ১২ জন উন্নীত হয়ে ইভিনিং গাউন পরে মঞ্চে পা রাখেন।

চূড়ান্ত পাঁচ প্রতিযোগীকে নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। “কেউ যদি আপনাকে জাজ (ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে মানুষ হিসেবে বিচার করা) না করে, তবে কীভাবে বাঁচবেন?”

এই প্রশ্নে ভিক্টোরিয়া উত্তর দেন, ‘আমি প্রতিদিনের মতোই বাঁচব।’

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, “যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই, এবং আজ রাতে আমি সেটাই করছি।“

মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৮ বছরের ঊর্ধ্বে মহিলাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। গর্ভবতী নারী, মা, এবং বিবাহিত নারীদের অংশগ্রহণেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

মাল্টার বিয়াট্রিস এনজোয়া, ৪০ বছর বয়সী প্রতিযোগী, চূড়ান্ত পর্বে পৌঁছে এই প্রতিযোগিতার নতুন রেকর্ড গড়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত