বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত এই পদের নির্ধারিত কাজ দেখভাল করবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার।
রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আদেশে এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব আফছানা বিলকিসের সই করা আদেশে বলা হয়, “বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে রবিবার থেকে নতুন গভর্নরের যোগদানের আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ডেপুটি গভর্নররা নিজ নিজ ক্ষেত্রে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।
“এছাড়া ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে তা পাঠাবেন।”
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে একদিনও অফিসে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার।
এরমধ্যে গত ৭ আগস্ট ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর, ডেপুটি গভর্নরসহ চুক্তিভিত্তিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ। এসময় একজন ডেপুটি গভর্নরকে জোর করে পদত্যাগপত্রে সইও করিয়ে নেওয়া হয়। বাকি চারজন ডেপুটি গভর্নর পদত্যাগের আশ্বাস দিয়ে ব্যাংক ছাড়েন।
এরপর শুক্রবার ইমেইল যোগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান রউফ তালুকদার।