একাদশের পর দ্বাদশ সংসদেও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন মো. শামসুল হক টুকু।
মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে নির্বাচিত হন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর তার সভাপতিত্বে ডেপুটি স্পিকার হিসেবে মো. শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য মো. মকবুল হোসেন।
ডেপুটি স্পিকার নির্বাচনে একাধিক প্রার্থী ছিলেন না। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ও সংসদ সদস্যদের কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত হন মো. শামসুল হক টুকু।
এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
গত ১০ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করা হয়।
এর আগে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন একাদশ সংসদের ডেপুটি স্পিকার টুকু। তখন তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে ‘উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। সম্ভাবনাময় বিশাল তরুণ সমাজই হবে এর মূল কারিগর। দ্বাদশ সংসদের মেয়াদকালে দেশের উন্নয়ন ইতিহাসে নতুন ধারা সৃষ্টি হবে।