Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

ঢাকার আদালত থেকে পালানো সেই আসামির আত্মসমর্পণ

আদালত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়ার এক দিন পরই আত্মসমর্পণ করেছেন ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ, যিনি পালানোর পর দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

জানা যায়, হাতিরঝিল থানার ডাকাতির এক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আরিফকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় গত ১৬ নভেম্বর। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সেদিন সন্ধ্যা ৬টার দিকে তিনি আদালত থেকে পালিয়ে যান। ওই সময়ে আসামি আরিফের দায়িত্বে ছিলেন পুলিশ কনেস্টবল সিরাজ ও কাজল। 

এ ঘটনায় কোতোয়ালি থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগ বাদী হয়ে একটি মামলা করে। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে সিরাজ ও কাজলকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত