Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা-দিল্লি ১০ সমঝোতা স্মারক সই

হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠকে নেতৃত্ব দেন দুই দেশের প্রধানমন্ত্রীরা। ছবি : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠকে নেতৃত্ব দেন দুই দেশের প্রধানমন্ত্রীরা। ছবি : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
[publishpress_authors_box]

বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে দুই দেশের মধ্যে ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

শনিবার নয়া দিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এমওইউগুলো সই হয়।

সুনীল অর্থনীতি ও সামুদ্রিক সহযোগিতা, রেলওয়ে, সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, একাডেমিক সহযোগিতা, মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সই হওয়া সমঝোতা স্মারকগুলোর মধ্যে সাতটি নতুন ও তিনটি পুরোনো, যেগুলো নবায়ন করা হয়েছে।

এর আগে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মূলত যোগাযোগ, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, সামুদ্রিক সম্পদ, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নয়ন অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হয়।

এমওইউগুলো সই হওয়ার আগে হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক হয়।

পরে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উভয় দেশের স্বার্থে একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিজিটাল এবং সবুজ অংশীদারত্বের জন্য যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছেন তারা।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ভারতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে শনিবার সকালে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা নেওয়ার পর রাজঘাটে গান্ধীর সমাধি সৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত