Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

অবরোধে অচল ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেলা ১২টার দৃশ্য।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেলা ১২টার দৃশ্য।
[publishpress_authors_box]

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির হয়ে গেছে রাজধানী ঢাকার প্রায় সব সড়ক। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কেরও দখল নিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ এনে মঙ্গলবার বিকাল ৩টায় সারা দেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

তবে মঙ্গলবার দুপুর ১২ টার দিকেই ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

এতে ঢাকার উত্তরা, আবদুল্লাহপুর, রামপুরা, বাড্ডা, মহাখালী, সাতরাস্তা, মিরপুর, ধানমন্ডি, মতিঝিল, আসাদগেট ও মোহাম্মাদপুর এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালীতে রেলপথ অবরোধ করে তিতুমীর কলেজ ও শাহীন কলেজের শিক্ষার্থীরা। শনিরআখড়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের দখলও নিয়েছে শিক্ষার্থীরা।

মহাখালীতে রেলপথ অবরোধ করে তিতুমীর কলেজ ও শাহীন কলেজের শিক্ষার্থীরা।

সব মিলে বিকাল ৩টার আগেই রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পথে পথে ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ।

গাবতলী থেকে মোহাম্মাদপুরের বেড়িবাঁধের সড়কে অবস্থান নিয়েছে ইউল্যাবের শিক্ষার্থীরা। সাইন্সল্যাবে মোড় অবরোধ করেছে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিরআখড়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দুপুর ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেখানে দুটি যানবাহন ভাংচুরের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত