Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

তামিম-জাওয়াদ নতুন ওপেনিং জুটি

tamim - zawad
[publishpress_authors_box]

আগের ম্যাচেও সুযোগ দেওয়া হয়েছিল এই জুটিকে। বিকেএসপির ওই ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ভালো করতে পারেননি আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরার। পরের ম্যাচে ঠিকই জ্বলে উঠেছেন।

মিরপুরে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে এ জুটির ব্যাটে সহজ জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। তরুণ ওপেনিং জুটি জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ৯৫ রান। জাওয়াদ ৭৫ বলে ৬৭ ও আজিজুল হাকিম ৩৭ বলে ৪০ রান করেন।

এছাড়া খালিদ হাসানের ৮১ বলে ৪৩ রান ও নিচের দিকে ইফতিখার হোসেন ইফতির অপরাজিত ২৫ ও হাবিবুর শেখ মুন্নার অপরাজিত ২৪ রানে রূপগঞ্জ টাইগার্সের দেওয়া ২২৯ রান ৬ উইকেট হাতে রেখে টপকেছে গুলশান।

এই ম্যাচে দলটির হয়ে খেলেননি লিটন দাস। আগের ম্যাচে লিটন খেললেও আজিজুল ও জাওয়াদকে সুযোগ দিয়েছিলেন ওপেনিংয়ে। এ দুই ব্যাটার যুব দলের হয়ে সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছেন। সেখানে ফাইনালে ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ শিরোপা ধরে রেখেছিল বাংলাদেশ।

ওপেনিংয়ে এ দুই তরুণকে নিয়ে স্বপ্ন দেখা হচ্ছে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা তাকিয়ে আছেন লিটন, সৌম্য, তামিমদের উত্তরসূরী খুঁজে পাওয়ার দিকে। সেখানেই স্বপ্ন দেখাচ্ছেন তামিম-জাওয়াদ।

বিকেএসপিতে বড় দল ধানমন্ডী স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে অগ্রনী ব্যাংক। পেসার রবিউল হকের ৪ উইকেটে ধানমন্ডী আগে ব্যাট করে মাত্র ১১৫ রানে অলআউট হয়। জবাবে অগ্রনী মার্শাল আইয়ুবের অপরাজিত ৫১ রানে ম্যাচ জেতে। বিকেএসপির অপর ম্যাচে শাইনপুকুরকে ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত