কনকনে ঠান্ডার মধ্যে প্রয়োজনের তাগিদে ঘরের উষ্ণতার মায়া ছেড়ে বাইরে বের হতে হয় অনেককে। ছবি : হারুন অর রশীদশীতে জবুথবু কোলের এই শিশুও। ছবি : হারুন অর রশীদঠান্ডা যাতে না লাগে এজন্য গরম কাপড়ে শিশুকে মুড়িয়ে রাখা হয়েছে। ছবি : হারুন অর রশীদ
ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ছবি : হারুন অর রশীদএমন কুয়াশা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি : হারুন অর রশীদ