Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ড. ইউনূসকে ৩২ নম্বরে চান ফারুকী

farooki-100824
[publishpress_authors_box]

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধ্বংসস্তুপে পরিণত হওয়া ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি দেখে আসা ‘উচিত’ বলে মন্তব্য করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে একাধিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে। এরমধ্যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও হামলা হয়। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া তিন তলা ভবনে অবশিষ্ট  রয়েছে শুধু দেয়াল। ভবনের প্রতিটি ঘর এবং সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও আগুন দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দায়িত্ব নেওয়ার পর ‘জরুরি কাজ হবে ৩২ নম্বরের বাড়ির সংস্কার কাজ শুরু করা’ বলে ফেইসবুকে নিজের টাইমলাইনে লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

এই বাড়িকে  ‘আগের চেহারায়’ দেখতে চেয়ে ড. ইউনূসের উদ্দেশে এই চলচ্চিত্র পরিচালক বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের উচিত হবে নিজেই বাড়িটা ভিজিট করা।

“তিনি এই বাড়ি ভিজিট করলে একটা সিগনিফিকেন্স তৈরি হবে, একটা বার্তা দেবে।”

“এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এগুলো সব ঠিকঠাক করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত