Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
সঞ্জু স্যামসনের বাবার অভিযোগ

স্যামসনের ১০ বছর নষ্ট করেছেন ধোনি-কোহলি-রোহিত

ভারতীয় উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন। ছবি: এক্স
ভারতীয় উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

আইপিএল মাতিয়ে চলেন, অথচ ভারতীয় দলে সুযোগ হয় না সঞ্জু স্যামসনের। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স যেখানে জাতীয় দলে জায়গা পাওয়ায় মুখ্য ভূমিকায় থাকে, সেখানে আইপিএলে আলো ছড়িয়েও ভারতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। এজন্য মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্যামসনের বাবা।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর হয়ে গেছে স্যামসনের। কিন্তু এখনও জাতীয় দলে জায়গা পাকা করতে পারেননি তিনি। এজন্য তার বাবা বিশ্বনাথ স্যামসন সরাসরি অভিযোগ করেছেন স্যামসনের তিন অধিনায়ক ও এক কোচের ওপর। স্যামসনের বাবার অভিযোগ, এই চারজনের কারণে তার ছেলের ১০ বছর নষ্ট হয়েছে।

কেরেলা-ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিয়া ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বনাথ স্যামসন বলেছেন, “তিন-চারজন মানুষ আছে, যারা আমার ছেলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ১০টি বছর নষ্ট করেছে। অধিনায়কের মধ্যে রয়েছেন ধোনি, কোহলি, রোহিত আর কোচ রাহুল দ্রাবিড়।” কথাটা শেষ করেই স্যামসনের বাবা বলেছেন, “তারা আমার ছেলের জীবনের ১০ বছর ধ্বংস করে দিয়েছে।”

২০১৫ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক স্যামসনের। গত ১০ বছরে ১৬টি টি-টোয়েন্টি ও ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অথচ আইপিএলে তার কী দাপট। অবশ্য জাতীয় দলে ধারাবাহিক হতে না পারার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

তবে রোহিত শর্মা টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার পর সূর্যকুমার যাদব অধিনায়ক হতেই পাল্টে গেছে স্যামসনের ভাগ্য। শুধু দলে সুযোগ নয়, পারফরম্যান্স দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পূরণ করেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম টি-টোয়েন্টিতে পেয়েছেন শতকের দেখা। অবশ্য পরের দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি।

জাতীয় দলে ধারাবাহিক হতে না পারায় জায়গা পাকা করতে পারেননি। তবে আইপিএল দিয়ে আবার শক্তভাবে ফিরেছেন স্যামসন। সেকারণেই তার বাবা বলতে পারছেন, “তারা যত জোরে আঘাত করেছে, আমার ছেলে তত শক্ত হয়ে ফিরে এসেছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত