Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ধুম ফোর: শ্রদ্ধা কাপুর আউট, রণবীরের বিপরীতে কী কিয়ারা আদভানি না শর্বরী

রণবীর কাপুর, কিয়ারা আদভানি, শর্বরী ওয়াগ, ধুম ফোর, Dhoom 4, Ranbir Kapoor, Kiara Advani, Sharvari Wagh
কিয়ার আদভানি, রণবীর কাপুর এবং শর্বরী ওয়াগ
[publishpress_authors_box]

‘ধুম ফোর’-এ রণবীর কাপুরের সাথে দেখা যাচ্ছে শ্রদ্ধা কাপুরকে — কয়দিন আগেও এমন গুঞ্জন চাউর হলো বলিউডে। তারপর থেকেই সোশাল মিডিয়ারে ফ্যানদের নানান জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়।

আর কেনই বা হবে না? ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ সিনেমাতে তাদের রসায়ন দর্শকের দারুণ পছন্দ হয়েছিল। তাই আরেকবার জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হতেই দুই তারকার ভক্তরা দারুণ খুশি ছিলেন।

তবে শ্রদ্ধা বলছেন অন্য কথা। শুক্রবার মুম্বাইয়ে একটি ম্যাগাজিনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা নিয়ে বললেন কথা।

“আমি এখনো কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। আমি জানি না, এসব গুজব কীভাবে ছড়ায়! অনেক খবরে দেখলাম, আমি নাকি চুক্তিবদ্ধ হয়েছি। সত্যিটা হলো, আমি এখনো প্রস্তাবই পাইনি”, বললেন এই অভিনেত্রী যিনি ‘স্ত্রী টু’ সিনেমা দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন।

এক দশকের বেশি সময় ধরে ক্যারিয়ারে শ্রদ্ধা একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন। ‘আশিকি টু’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠার পর তিনি ‘ছিঁচ্ছোড়ে’ এবং ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর মতো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

তবে ‘স্ত্রী ২-এর মাধ্যমে শ্রদ্ধা নতুন উচ্চতায় পৌঁছেছেন। সিনেমাটি বছরের সবচেয়ে বড় হিট এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ব্লকবাস্টারে পরিণত হয়েছে। ‘স্ত্রী টু’ মুক্তি পায় ১৫ আগস্ট। এরপর ভাঙতে শুরু করে পুরনো সব রেকর্ড। যা অব্যাহত রয়েছে এখনও।

স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী ৮৫৬ কোটিরও বেশি আয় করেছে ছবিটি। সম্প্রতি ছবিটি মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমেও।

কিয়ারা আদভানি এবং শর্বরী ওয়াগ

এদিকে এখন শোনা যাচ্ছে যশরাজ ফিল্মসের এই আলোচিত ফ্র্যাঞ্চাইজিতে কিয়ারা আদভানি এবং শর্বরী ওয়াগের যোগ দেয়ার সম্ভাবনা প্রবল।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে এদের একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। আর একজন খলনায়িকা অর্থাৎ তিনিই রণবীরের সাথে জুটি বাঁধবেন সিনেমাতে।

এখন দেখার বিষয় কে থাকছেন রণবীরের বিপরীতে।

এদিকে হেয়ারস্টাইল বদলে নতুন লুক নিয়ে সামাজিক মাধ্যমে হইচই ফেলে দিয়েছেন রণবীর। ক্র কাট চুল আর সানগ্লাস পরা ছবিতে ধারালো লুক আর ছিপছিপে শরীরের রণবীরের এই ছবি যেন বলছে, অ্যাকশন ফিল্মে কাজ করার জন্য এক্কেবারে তৈরি এই নায়ক!

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত