Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

একদমই ভিন্ন লুক নিয়ে ‘ধুম ফোর’-এ আসবেন রণবীর কাপুর

Ranbir Kapoor
[publishpress_authors_box]

রণবীর কাপুর যখন লাভ অ্যান্ড ওয়ার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তখনই এলো খবরটি। এ বছর নয়, আগামী বছরের এপ্রিল মাসে ধুম ফোর সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেতা।

একটি সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, “রণবীর কাপুরকে ধুম ফোর-এর জন্য একটি ভিন্ন লুকে দেখা যাবে। ফলে এই কাজে নামার আগে তাকে অন্তত দুটো সিনেমার কাজ শেষ করতে হবে। ধুম ফোর আগামী বছরের এপ্রিল থেকে শুটিং ফ্লোরে যাবে বলে জানা গেছে। এদিকে প্রোডাকশন টিম এই সিনেমার জন্য দুইজন নারী চরিত্র খুঁজে যাচ্ছে। আর ভিলেনের ভূমিকায় অভিনয়ের জন্য দক্ষিণ ভারতের বেশ কয়েকজনের মধ্য থেকে কাউকে বিবেচনা করা হবে।”

অ্যানিমেল সিনেমাতে রণবীর কাপুর

আরও জানা গেছে, ব্লকবাস্টার সিনেমা অ্যানিমেল এর সিক্যুয়েলে দেখা যাবে রণবীর কাপুরকে। সিক্যুয়েলটির নাম অ্যানিমেল পার্ক হবে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমেল নাকি তিনটি সিনেমার একটি ফ্র্যাঞ্চাইজ হতে যাচ্ছে। তবে এই ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় সিক্যুয়েলটির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

রণবীর কাপুরের আসন্ন সিনেমা রামায়ণ এর খবরও জানা গেছে ওই সূত্রটি থেকে। সূত্রটি বলছে, সিনেমায় রণবীর কে দেখা যাবে রামের ভূমিকায়। ৮৩৫ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবার কথা।

এদিকে, রোমান্টিক ড্রামাধর্মী সিনেমা লাভ অ্যান্ড ওয়ার আগামী বছরের মার্চ মাসে বড় পর্দায় যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত