Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ইরানের হামলার পর সত্যিই কি পালাচ্ছিলেন নেতানিয়াহু

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে  দৌঁড়াচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দৌঁড়াচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
[publishpress_authors_box]

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, তার মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড়ানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়। যারা এই ভিডিও শেয়ার দিচ্ছিলেন, তারা বলছিলেন যে হামলার খবর শুনে বাংকারে ছুটছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

মঙ্গলবার রাতে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। এর পরপরই ইরানের বিভিন্ন সোশাল মিডিয়া হ্যান্ডে“েল ভিডিওটি দেখা যায়।

একটি পোস্টে েলখা হয়, “যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার মুখে বাংকারে পালিয়ে যান।”

আরেকটি পোস্টে লেখা হয়, “কেউ দয়া করে বেনিয়ামিন নেতানিয়াহুকে লুকানোর জায়গা দিন। বেচারা পালাতেও পারছে না। সর্বোপরি, সে একটি বাংকারে লুকিয়ে তার জীবন বাঁচিয়েছে। সে পালিয়ে গিয়ে বাংকারে লুকিয়েছিল, আর দেশবাসীকে তাদের নিজেদের ওপরই ছেড়ে দিয়েছিল।”

ভিডিওটিকে স্যুট পরা নেতানিয়াহুকে একটি করিডোর দিয়ে দৌড়াতে দেখা যায়। তার পাশে আরেকজন ছিল।

তবে ভিডিওটির সত্যতা যাচাই করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভিডিওটি এখনকার নয়, এটি তিন বছর পুরনো।

২০২১ সালে প্রথম ভিডিওটি ফেইসবুকে পোস্ট করা হয়েছিল। এখন আবার নতুন করে শেয়ার হচ্ছে।

এনডিটিভি নিশ্চিত হয়েছে, আসলে বাংকার নয়, বাংকারের দিকে নয়, নেতানিয়াহু ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের করিডোর দিয়ে দৌড়াচ্ছিলেন।

লেবাননে ইসরায়েলের হামলার পর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে।

চার দিন আগে লেবাননে ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনিকে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে রয়টার্স খবর দিয়েছিল।

তারপর ইরান থেকে নেতানিয়াহুর এই ভিডিও শেয়ার করা হচ্ছে।

নেতানিয়াহু এরই মধ্যে ইরানকে করা বার্তা দিয়ে বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘বড় ভুল’ করেছে তেহরান, এর ‘চড়া দাম’ দিতে হবে।

মঙ্গলবার রাতে হামলার পররপই তিনি বলেন, “ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং তাদেরকে এর মাশুল দিতে হবে। যারা আমাদের আক্রমণ করে, আমরাও তাদের আক্রমণ করি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত