Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

তৌহিদ আফ্রিদির সঙ্গে আমার বিয়ে হয় কীভাবে, কেন একথা বললেন রাইসা

image (2)
[publishpress_authors_box]

কয়দিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ইউটিবার তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। কিন্তু গণমাধ্যমকর্মীরা আফ্রিদিকে যোগাযোগ করে পায়নি তখন।

ফেইসবুকে পাওয়া ছবি দেখে নেটিজেনরা নিশ্চিত হয়েছিলেন ছবিগুলোতে কনে বেশে যাকে দেখা যাচ্ছে তিনি জনপ্রিয় টিকটকার রাইসা।

কিন্তু রাইসা এক ফেইসবুক পোস্টে জানালেন তিনি এক বছর আগেই বিয়ে করেছেন। তাহলে কি ছবিগুলো ফেইক নাকি কন্টেন্টের জন্য তোলা?

ব্যাপার সেইটাও না। রাইসা জানালেন তৌহিদ আফ্রিদির সাথে বিয়ে হয়েছে তার বোন রিসার। চেহারা কাছাকাছি হওয়াতেই ভক্তদের মাঝে এই বিভ্রাট।

একসাথে দুই বোন। বাঁমে রিসা আর তার পাশে জনপ্রিয় টিকটকার রাইসা।

এদিকে আফ্রিদি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন,শুধু কাবিন হয়েছে আর বিয়ের অনুষ্ঠান পরে হবে।

রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে। এ তথ্য রাইসা জানিয়েছেন তার ফেইসবুক পোস্টে। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন যে তিনি অনেক আগেই বিবাহিত। ফলে আফ্রিদির সঙ্গে তার বিয়ে কেন হবে?

বেশ কিছু ছবি পোস্ট করে রাইসা লিখেছেন, তার বোন রামিশা আল রিসাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি।
তিনি আরো জানিয়েছেন, যমজ বোন হওয়ায় এবং কাছাকাছি চেহারা হওয়ায় সবাই রাইসাকে আফ্রিদির স্ত্রী ভেবে নিউজ করছে।

সামাজিক মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন। তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসা।

শেখ হাসিনা সরকার পতনের পর একরকম লোকচক্ষুর বাইরেই রয়েছেন তৌহিদ । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও জিইয়ে রয়েছে মিডিয়া পাড়ায়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত