Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

কোচ হওয়ার ৩০ বছরপূর্তিতে ‘জীবন্ত’ ম্যারাডোনা

451qw
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

৯ অক্টোবর ১৯৯৪ সাল। ডোপিংয়ের জন্য তখন ফিফার নিষেধাজ্ঞায় ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। নিষিদ্ধ ছিলেন ফুটবল খেলা থেকে। তবে খেলতে না পারলেও কোচিংয়ে সমস্যা ছিল না।

সেই সুযোগ থাকায় তখনকার আর্জেন্টিনায় প্রথম বিভাগে খেলা দল দেপোর্তিভো মানদিয়উ থেকে প্রস্তাব পান কোচ হওয়ার। প্রস্তাবটা লুফে নেন তিনি।

রোজারিও সেন্ট্রালের সঙ্গে কোচ ম্যারাডোনার অভিষেক হয়ে ৯ অক্টোবর। প্রথম ম্যাচে তার দল অবশ্য হেরে যায় ২-১ গোলে। সবমিলিয়ে দেপোর্তিভো মানদিয় ‘তে ১২ ম্যাচ কোচিং করিয়েছিলেন ম্যারাডোনা। দল জিতেছিল ১টিতে, ড্র ৬ আর হার ৫ মাচে। ড্র করা ম্যাচগুলোর একটা ছিল ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের বিপক্ষে।

কোচিং অভিষেকের ৩০তম বছরপূর্তিতে নিজের পুরোনো ক্লাব বার্সেলোনায় ‘জীবন্ত’ হয়ে উঠেছেন ম্যারাডোনা। মৃত্যুর চার বছর পর সেটা সম্ভব কীভাবে? আসলে বার্সেলোনা শহরে চলছে ম্যারাডোনার ত্রিমাত্রিক প্রদর্শনী। সেখানে ম্যারাডোনার হলোগ্রাম ও শৈশবে যে বাড়িতে বেড়ে উঠেছেন, তখনকার অবস্থার দৃশ্যায়ন করে দেখানো হচ্ছে।

এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ২ হাজার বর্গমিটার জায়গাজুড়ে, যা চলবে দুই মাস ধরে। বোকা জুনিয়র্সের জার্সি পরা ম্যারাডোনাকে হলোগ্রামে দেখানো হয় সেখানে।  

এই প্রদর্শনীতে ম্যারাডোনার মতো করে পেনাল্টি কিক নিতে পারবেন ভক্তরা। পারবেন ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের অনুকরণে ছবিও তুলতেও।

ইতালির নেপলস ও ইসরায়েলের তেল আবিবে চলেছে ‘ডিয়েগো লিভস’ নামের এই প্রদর্শনী। এবার পালা বার্সেলোনার, সেখানেই আগামী দুই মাস ‘জীবন্ত’ হয়ে থাকবেন তিনি। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত