ভারতের পাঞ্জাবী গায়ক দিলজিৎ দোসাঞ্জ। অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তিনি অনেকের কাছে পরিচিত। পাঞ্জাবের গান গেয়েই তিনি মেগা স্টার। ভারত ছাড়িয়ে সারাবিশ্বেই তার আছে ভক্ত এবং শ্রোতা। দিলজৎি বাংলাদেশিদের কাছেও পাঞ্জাবের অমর গায়ক ‘অমর সিং চামকিলা’র অটোবায়োগ্রাফিকাল সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ।
সম্প্রতি প্রথমবারের মতো প্যারিসে পারফর্ম করলেন এই শিল্পী। আর তার পারফর্মেন্সের সময় ঘটে বসলো এক ভীষণ বিব্রতকর ঘটনা। মঞ্চের কাছ থেকে এক ভক্ত তার দিকে আচমকা ছুড়ে দিলেন মোবাইল ফোন। এমন ঘটনায় বেশিরভাগ শিল্পীই সাধারণত ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান। এমনকি মঞ্চ ছেড়ে চলে যাওয়ারও আছে নজির। অথচ তেমন কিছুই না করে উল্টো সবাইকে আশ্চর্য করে দিলেন দোসাঞ্জ।
ছুড়ে দেওয়া ফোনটি পায়ের কাছ থেকে তুলে ওই ভক্তকে তিনি শান্তভাবে বলেন, “ ফোনটি নিরাপদে রাখুন ভাই। ভালোবাসা জানবেন।”
কিন্তু এখানেই শেষ নয়। গানের শেষে মঞ্চ থেকে নেমে ভক্তকে নিজের জ্যাকেট খুলে উপহার দেন দিলজিৎ। তার এই আন্তরিক আচরণ ভক্তদের মন জয় করে নিয়েছে তো বটেই। সোশ্যাল মিডিয়ায়ও প্রশংসায় ভাসছেন শিল্পী।
ইন্সটাগ্রামে জাস্ট ডট হ্যাসলে ডট থিংস নামের এক প্রোফাইলে পুরো ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওর নিচে মন্তব্যের অংশে এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “যেভাবে তিনি ভিড়ের ভেতর এগিয়ে গিয়ে ফোনটি ফিরিয়ে দিলেন তা সত্যিই আমার খুব ভালো লেগেছে। অসাধারণ।”
আরেক ব্যবহারকারী লিখেছেন, “মনের ওপর কী দারুণ নিয়ন্ত্রণ! নিরহংকারী!।”
অন্য একটি মন্তব্য ছিল এরকম- “উদারতা দিয়ে জয় করে নেওয়া।”
কন্সার্ট শেষে দিলজিৎ তার পারফর্মেন্সের ছবি প্রকাশ করেন তার ইন্সটাগ্রাম প্রোফাইলে। সেখানে তিনি শ্রোতাদের ধন্যবাদ জানান।