Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফুলবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২, মহাসড়ক অবরোধ

প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাকচাপায় ব্যাটা‌রিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আলদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।

দুর্ঘটনার পর দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা।

নিহতরা হলেন- অটোরিকশার চালক ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের খাজের উদ্দিনের ছেলেন জরুল ইসলাম (৪৮) ও অটোরিকশার যাত্রী পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রমাণিকের স্ত্রী জাহানারা বেগম (৫০)।

আহতরা হলেন- পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের কাশেম আলী (৬০) ও তার স্ত্রী জিন্না খাতুন (৫০)। তাদেরকে রংপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি বারাইহাট থেকে যাত্রী নিয়ে ফুলবাড়ী যাচ্ছিল। পথে একটি মোড় অতিক্রমের সময় দিনাজপুরগামী এক‌টি  ট্রাক‌ চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। অপর দুই যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ও থানার ওসি মো. মোস্তাফিজার রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই ঘণ্টা পর মহাড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ওসি মোস্তাফিজার বলেন, চালক ও সহকারীসহ ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত