Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

দীপু মনি আটক

ss-dipu-moni-09-01-24
[publishpress_authors_box]

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপি।

ডিবির এক কর্মকর্তা সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, আটকের পর দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

দ্বাদশ সংসদে দীপু মনি সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি। ফলে অন্য মন্ত্রী-এমপিদের মতো পদ হারান দীপু মনিও।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি।

তবে গত কয়েকদিনে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত