Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নেপালে মানবাধিকার পুরস্কার পেলেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা

shahadatrasel-filmmaker
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

চলচ্চিত্র ও লেখায় মানবাধিকারকে প্রাধান্য দেওয়ায় পুরস্কার পেয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা  
শাহাদাত রাসএল।

নেপালের স্থানীয় সময় সোমবার কাঠমুন্ডুর ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে তাকে  ‘বেস্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট’ পুরস্কারটি দেওয়া হয়।

এবিএম, নেপাল কালচার অ্যান্ড ফিল্ম সেন্টার ও দ্য ব্রিটিশ কলেজ অব নেপাল- এর যৌথ আয়োজনে অনুষ্ঠানটি হয়।

কাঠমুন্ডুর দ্য ব্রিটিশ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা নেন নির্মাতা শাহাদাত রাসএল।

শাহাদাত রাসএল বলেন, “এই অ্যাওয়ার্ডটা আমার কাছে বিশেষ, কারণ চলচ্চিত্রে অনেকগুলো অ্যাওয়ার্ড পেলেও এবারই প্রথম মানবাধিকার বিষয়ক কাজের জন্য পুরস্কৃত হলাম। নিজে উপস্থিত থেকে গ্রহণ করতে পেরেছি এটাও আনন্দের। এই স্বীকৃতি নিশ্চয়ই আমাকে ভবিষ্যৎ এ মানবাধিকার নিয়ে কাজের ক্ষেত্রে উৎসাহ যোগাবে।”

অনুষ্ঠানে অতিথি ছিলেন নেপালের সংস্কৃতি মন্ত্রী বিমল ঠাকুরে, মিস ইউনিভার্স ডাক্তার সুহাসিনী সুদান মাদামে, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অর্গানাইজার অমল ভাগাত ও চলচ্চিত্র নির্মাতা ও অর্গানাইজার সন্তোষ সুবেদী, সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যান্যরা।

এ আয়োজনে বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, সংগঠক, চলচ্চিত্র নির্মাতা, লেখক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সামাজিক বিভিন্ন বিষয়ে কাজ করা এবং উল্লেখযোগ্য অবদান রাখা মানুষকে সম্মানিত করা হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর নেপালের চতুর্থ ‘স্পাইনি বাবলার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’- এ আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করেন শাহাদাত রাসএল। 

শাহাদাত রাসএল এর আগেও তার নির্মিত কালার অব চাইল্ডহুড, ডেফিনেশন অব পলিটিক্স, সিটি অব লাইট, দ্য রিভার, ইনভিসিবল কোয়ারেন্টিন চলচ্চিত্রের জন্য আটমান্টাতে ১৭ আর্বান ফিল্মমেকার অ্যাওয়ার্ড, ওয়াশিংটন ডিসিতে অসাম্প্রদায়িক বাঙালি পদক, সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যাল-সহ ফ্রান্স, আমেরিকা, ভারত এবং বাংলাদেশ থেকে একাধিক অ্যাওয়ার্ড অর্জন করেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত