ছেলেদের ডিসকাস থ্রোয়ে বর্তমান বিশ্বরেকর্ডটা লিথুয়ানিয়ার মাইকোলাস আলেকনার (৭৪.৩৫ মিটার)। অলিম্পিক রেকর্ডটা ছিল তার বাবা ভিরজিলিয়ুস আলেকনার। ২০০৪ এথেন্স অলিম্পিকে ৬৯.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন তিনি।
২০ বছর পর প্যারিসে বাবার রেকর্ড ভাঙলেন মাইকোলাস আলেকনা। দ্বিতীয় থ্রোয়ে ৬৯.৯৭ মিটার দূরত্ব পার করেছিলেন তিনি। বাবার রেকর্ড ভেঙেও রুপা জিতে সন্তুষ্ট থাকতে হলো ২১ বছর বয়সী আলেকনার। কারণ এর কিছুক্ষণ পর ৭০.০০ মিটার পেরিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়েন জ্যামাইকার রোজে স্টোনা।
তাতে সোনা নিশ্চিত হয় স্টোনার। এবারের অলিম্পিকে অ্যাথলেটিক্স তো বটেই পুরো আসরেই এটা প্রথম সোনা জ্যামাইকার। ৬৯.৩১ মিটার পেরিয়ে ব্রোঞ্জ জিতেন অস্ট্রেলিয়ার ম্যাথু ডেনি।
এদিকে ছেলেদের ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কুইন্সি হল। দৌড়ের শেষ দিকে তিনজনের চেয়ে পিছিয়ে থাকলেও ৪৩.৪০ সেকেন্ড সময় নিয়ে বাজিমাত করেন তিনি। এটা তার ব্যক্তিগত সেরা টাইমিং আর ইতিহাসের পঞ্চম দ্রুততম। ৪৩.৪৪ সেকেন্ডে রুপা জিতেছেন ব্রিটেনের ম্যাথু হাডসন-স্মিথ। জাম্বিয়ার মুজলা সামুকোঙ্গা ব্রোঞ্জ জিতেছেন ৪৩.৭৪ সেকেন্ড।
আর্টিস্টিক সাঁতারের দলীয় ইভেন্টে নতুন চ্যাম্পিয়ন চীন। ৯৯৬.১৩৮৯ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে তারা। ৯১৪.৩৪২১ পয়েন্ট নিয়ে রুপা যুক্তরাষ্ট্রের। গত ২০ বছরে এই ইভেন্টে প্রথম পদক তাঁদের। ব্রোঞ্জ জিতেছে স্পেন।
যুক্তরাষ্ট্র ২৭ সোনাসহ মোট পদক জিতেছে ৯৪টি। ২৫ সোনাসহ দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ পদক চীনের। অস্ট্রেলিয়ার সোনা ১৮টি, ফ্রান্সের ১৩ আর ব্রিটেনের ১২টি।