Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

তৌহিদ-জয়শঙ্কর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

নিউ ইয়র্কে বৈঠকে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। ছবি : বাসস
নিউ ইয়র্কে বৈঠকে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। ছবি : বাসস
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এসব আলোচনা করেন তারা।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে বৈঠকের কথা জানানো হয়, দু’জনের ছবিও প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার) নিউইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে বা সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করা হয়। 

ড. এস জয়শঙ্করের এক্স হ্যান্ডলেও বৈঠকের কথা জানানো হয়েছে। সেখানে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের যে প্রতিনিধি দলটি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছে, সেই দলে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টাও।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর নানা ঘটনা পরিক্রমা শেষে ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর এবারই প্রথম এত বড় আয়োজনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে নতুন সরকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত