সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের রেকর্ড গড়েছেন আগেই। এখন সংখ্যাটা আরও বাড়িয়ে নিচ্ছেন নোভাক জোকোভিচ। আপাতত ২৪টি গ্র্যান্ড স্লাম নিয়ে ছেলেদের এককে শীর্ষে তিনি। সংখ্যাটা ‘২৫’ ধরেই নেওয়া যায়! কারণ খেলছেন অস্ট্রেলিয়ান ওপেনে। যেখানে ২০১৮ সালের পর থেকে হারেননি তিনি। মেলবোর্ন পার্ক থেকে জিতেছেন ১০টি শিরোপা। এবার তার ‘মিশন ইলেভেন’।
অস্ট্রেলিয়ান ওপেন নিজের দখলে নিয়েছেন জোকোভিচ। রড লেভার অ্যারেনার বাতাসে মিশে আছে তার সাফল্যের সুবাস। অস্ট্রেলিয়ানরাও তাকে নিয়েছেন আপন করে। সেকারণেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম তার কাছে সবচেয়ে প্রিয়। আবারও ‘আপন’ ঠিকানায় জোকোভিচ। ‘মিশন ইলেভেন’ শুরু করছেন ক্রোয়েশিয়ান বাছাই দিনো প্রিজমিচের বিপক্ষে।
যদিও অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে শঙ্কার মেঘ জমেছিল। ইউনাইটেড কাপের ম্যাচে কব্জিতে চোট পেয়েছিলেন তিনি। তবে জোকোভিচ ভক্তদের জন্য খুশির খবর হলো, তিনি আগের চেয়ে অনেক ভালো। অনুশীলনে কোনও সমস্যা হয়নি।
খবরটা জোকোভিচ নিজেই জানিয়েছেন, “আমার কব্জি এখন ভালো। ইউনাইটেড কাপের ম্যাচের পর এখানে (অস্ট্রেলিয়ান ওপেন) আসার আগ পর্যন্ত অনেকটা সময় পেয়েছি। সবকিছু ঠিকঠাকই আছে। এখন দেখা যাক সামনে কী হয়।”
২০১৮ সালের পর মেলবোর্ন পার্কে হারেননি সার্বিয়ান তারকা। এখানে জিতেছেন ১০টি শিরোপা। এই সাফল্যের রহস্য কী? জোকোভিচ জানালেন, “আমি কুসংস্কারে বিশ্বাসী নই। তবে যেসব জায়গা আমার সৌভাগ্য বয়ে এনেছে, ওই জায়গাগুলোতে আমি যাই।” উদাহরণ হিসেবে বলেছেন, “যেমনটা এখনকার বোটানিক্যাল গার্ডেন। খুবই সুন্দর জায়গা। ওখানে আমি অনেকটা সময় থাকি- হাঁটি, গাছ জড়িয়ে ধরি, গাছে চড়ি। এই কাজগুলো গত ১৫ বছর ধরে করে আসছি।”
এবারের অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এসেও কাজগুলো করেছেন জোকোভিচ। মেলবোর্ন পার্কে হয়তো আরেকবার সাফল্যের আলো জ্বালাতে যাচ্ছেন তিনি। নামছেন শীর্ষ বাছাই হিসেবে। শিরোপার দৌড়ে তার লড়াই হবে হয়তো কার্লোস আলকারেজের সঙ্গেই। এই স্প্যানিশ তরুণ জোকোভিচকে হারিয়েই গত বছর জিতেছিলেন উইম্বলডনের শিরোপা।