ক্যারিয়ারে ২৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক জোকোভিচ। ছাড়িয়ে গেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে। পুরুষ টেনিসে শ্রেষ্ঠত্বের মুকুট পরলেও একটা আক্ষেপ থেকেই গেছে জোকোর। সেই আক্ষেপ মেটানোর পথে দৃপ্ত পদে এগিয়ে চলছেন এই সার্বিয়ান। চলতি অলিম্পিকে পা রাখলেন কোয়ার্টার ফাইনালে।
বুধবার টেনিস ইভেন্টে তৃতীয় রাউন্ডে জার্মানির ডমিনিক কোফারকে সরাসরি সেটে হারিয়েছেন জোকোভিচ। দুই সেটের মধ্যে সার্বিয়ান তারকা জিতেছেন ৭-৫, ৬-৩ এ। সুবাদে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে টানা চার অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে পা রাখার কৃতিত্ব দেখালেন জোকো।
চলতি অলিম্পিকের ভেন্যু রোঁলা গ্যাঁরোয় তিনবার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি। গ্রেটেস্ট শো অন আর্থে ৩৭ বছর বয়সীর সর্বোচ্চ সাফল্য ২০০৮ বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ জয়। এবার স্বর্ণ জয়ের লক্ষ্যে বড় বাঁধা পার করেছেন জোকো। দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের রাজা রাফায়েল নাদালকে।
কোয়ার্টটার ফাইনালে গ্রীসের স্তেফান সিতসিপাসের মুখোমুখি হবেন জোকো। ২০২১ ফ্রেঞ্চ ওপেনে সিতসিপাসকে হারিয়েছিলেন সার্বিয়ান তারকা।