Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

‘মোল্লাবাড়ি বস্তি থেকে বের হওয়ার রাস্তা নেই’

ডিএমপি
মোল্লাবাড়ি বস্তির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএমপি কমিশনার
[publishpress_authors_box]

কারওয়ান বাজারের মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনের সুস্পষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান, প্রায় ৩০০ মানুষের বসবাসের এই স্থানটি থেকে বের হওয়ার কোনও রাস্তা নেই। যেটিকে বড় সমস্যা বলে মনে করা হচ্ছে।

হাবিবুর রহমান বলেন, ফায়ার সার্ভিস তদন্তের পর রিপোর্ট দেবে। এই আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, তাও তদন্তের পর নিশ্চিত করে বলা সম্ভব হবে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে মোল্লাবাড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বস্তিটি পাশের একটি বাড়ির মালিকের জানিয়ে হাবিবুর রহমান বলেন, “এখান থেকে বের হওয়ার কোনও রাস্তা নেই। বের হলেই রেললাইন। কোনও সড়কের সঙ্গেও সংযোগ নেই। এটাই সবচেয়ে বড় সমস্যা।”

বস্তির মালিক সেখানে পানি, বিদ্যুৎ, চলাচলের রাস্তার ব্যবস্থা করেছিলেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

পুড়ে যাওয়ার কারণে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, “দুজন নিখোঁজ আছেন। ধারণা করা হচ্ছে, যারা নিখোঁজ আছেন তারাই হয়ত এ দুজন। মরদেহগুলোর ডিএনএ নমুনা রেখে দিচ্ছি। রিপোর্ট এলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।”

মোল্লাবাড়ি বস্তি হিসেবে পরিচিত এফডিসির পেছনের এই বস্তিতে শুক্রবার (১২ জানুয়ারি) রাতে আগুন লাগে। বস্তির ৩০০ অধিবাসীর বেশিরভাগই কারওয়ান বাজারে মাছ কাটেন বা দিনমজুরের কাজ করেন বলে জানান ডিএমপি কমিশনার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত