Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁদাবাজদের তালিকা হচ্ছে জানিয়ে তথ্য চাইলেন ডিএমপি কমিশনার

ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে পুলিশ, ছাত্র-জনতা ও নাগরিকদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে পুলিশ, ছাত্র-জনতা ও নাগরিকদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

চাঁদাবাজিকে সামাজিক সমস্যা হিসেবে দেখছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এই সমস্যা প্রতিরোধে সমাজের সব মানুষ, সব সংগঠনকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা চাঁদাবাজি করছে তাদের তথ্য আমাদের সরবরাহ করুন।”

শনিবার সকালে ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে পুলিশ, ছাত্র-জনতা ও নাগরিকদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে আর এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “চাঁদাবাজি ঠেকানোর জন্য আমাদের উপর অনেক দায়িত্ব, আমরা চাঁদাবাজদের একটি হালনাগাদ তালিকা তৈরি করছি। এরই ধারাবাহিকতায় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।”

মতবিনিময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শেখ মো. সাজ্জাত আলী। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থায় উন্নতি, সভা-সমাবেশের জন্য নির্দিষ্ট স্থান ব্যবহারসহ নানা প্রসঙ্গ উঠে আসে তার কথায়।

জনবহুল শহর ঢাকা সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে গড়ে ওঠেনি উল্লেখ করে তিনি বলেন, “রাস্তাঘাট ২৫ শতাংশ থাকার কথা, সেটি রয়েছে মাত্র ৭ শতাংশ। এর ফলে নানা সমস্যা এই শহরে সৃষ্টি হচ্ছে। এর মধ্যেও আমাদের সবাইকে সম্মিলিতভাবে এসব সমস্যা সমাধান করতে হবে।

“গত এক মাসে আমরা আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা উদ্যোগ গ্রহণ করেছি। সাধারণ জনগণের মাঝে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। তবে এর জন্য বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা উচিত নয়। মতবিরোধপূর্ণ বিষয়গুলো আলোচনার টেবিলে সমাধান করা উচিত।”

যানজট ও জনভোগান্তি এড়াতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানগুলো নির্দিষ্ট স্থানে করা উচিত বলে মনে করেন ডিএমপি কমিশনার। কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত ইট, বালু রাস্তার যেখানে সেখানে না রাখতে, মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে, গাড়িতে অযথা হর্ন না বাজাতেও সবার প্রতি অনুরোধ করেন তিনি।

মতবিনিময়ে উপস্থিত ছাত্র-জনতা ও রমনা থানা এলাকার নাগরিকরা ডিএমপি কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। ডিএমপি কমিশনার সেসব শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত