Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সমাবেশে সহযোগিতার আশ্বাস দিয়েছে ডিএমপি : বিএনপি

ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শহীদ চৌধুরী এ্যানি। ছবি : সকাল সন্ধ্যা
ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শহীদ চৌধুরী এ্যানি। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

শনিবারের এই সমাবেশের অনুমতির বিষয়ে জানতে বিকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। এ্যানির সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে বুধবার ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। সে বিষয়ে জানতেই বৃহস্পতিবার ডিএমপিতে গিয়েছিলেন বিএনপি নেতারা।

ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে শহীদ চৌধুরী এ্যানি জানান, ডিএমপি কমিশনার মিটিংয়ে থাকায় তারা অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারের সঙ্গে দেখা করেছেন।

তিনি বলেন, “আমাদের নেত্রী অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। হাসপাতালে থাকলেও এখনও তিনি কারাগারেই বন্দি। কারণ তিনি তার মতো করে চিকিৎসা নিতে পারছেন না। উন্নত চিকিতসার জন্য দেশের বাইরেও যেতে পারছেন না। স্বাভাবিক জীবন যাপন, রাজনীতিসহ সবকিছু থেকে তিনি বঞ্চিত।

“তার মুক্তির দাবিতে ২৯ জুন ঢাকা মহানগরে আমরা কর্মসূচি পালন করব। সে বিষয়ে অবহিত করতেই আমরা একটি চিঠি নিয়ে এসেছি। এই বিষয়ে প্রশাসন আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।”

এই সমাবেশের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে দিতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত