Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ডিএমপির সব থানায় যুক্ত হচ্ছে নতুন গাড়ি, ১০টি হস্তান্তর

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বুধবার সকালে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠান হয়।
রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বুধবার সকালে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠান হয়।
[publishpress_authors_box]

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায়ই যুক্ত হচ্ছে নতুন গাড়ি; যার মধ্যে বুধবার ১০টি গাড়ি হস্তান্তর করা হয়েছে।

সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী।

অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশি কর্মকাণ্ডে গতিশীলতা অন্যতম উপকরণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের যানবাহন গুরুত্বপূর্ণ অংশ। সেজন্য ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান নিজস্ব উৎস থেকে ৫০টি নতুন গাড়ি ডিএমপির গাড়িবহরে যুক্ত করার অনন্য উদ্যোগ নিয়েছেন।

হাসান মো. শওকত আলী জানান, এর অংশ হিসেবে বুধবার উত্তরা পূর্ব, গুলশান, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও নিউমার্কেট থানায় ১০টি গাড়ি যুক্ত হচ্ছে। পর্যায়ক্রমে আরও ৪০টি থানায় নতুন গাড়ি যুক্ত হবে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে এসব গাড়িগুলো ব্যবহৃত হবে।

নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী।

অতিরিক্ত পুলিশ কমিশনার শওকত আলী আশা প্রকাশ করেন, এই গাড়িগুলো ডিএমপির বহরে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের কর্মকাণ্ডে গতি আরও বাড়বে। পুলিশ আরও উদ্যমের সঙ্গে কাজ করবে; অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডিএমপির ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, আন্দোলনের সময় ডিএমপির মোট ১৮৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৭টি গাড়ি পুড়ে গেছে, যা মেরামত যোগ্য নয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার শওকত আলী জানান, এছাড়া যেসব থানায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত মেরামতের কাজ চলছে।

বর্তমানে ডিএমপির সব থানার কার্যক্রম পুরোদমে চালু রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত