Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

পেনশন সেবা নির্বিঘ্নে ডিএমপির শাখা চালু

ss-dmp-29-4-24
[publishpress_authors_box]

ডিএমপির পুলিশ সদস্যদের অবসর পরবর্তী সব ধরনের সেবা নির্বিঘ্ন করতে ‘পেনশন অ্যান্ড রিটায়ার্ড সার্ভিস’ নামে নতুন একটি শাখা চালু করছে ডিএমপি।  

সোমবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নতুন এই শাখা চালুর ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, “এর আগে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের পেনশন পাওয়া অনেক কষ্টকর ছিল। তখন তাদের সেবা সহজ করার জন্য ডিএমপিতে ‘ওয়ান স্টপ পেনশন সার্ভিস’ চালু করা হয়। এরপরও কারও কারও পেনশন পেতে কমিশনারের দপ্তরে যাওয়ার প্রয়োজন পড়ত।

“ডিএমপির ‘ওয়ান স্টপ পেনশন সার্ভিস’ এর সেবার মান বাড়ানোর পাশাপাশি অবসরকালে পুলিশী সেবা সংক্রান্ত যেকোনও সহযোগিতার ক্ষেত্রে ‘পেনশন অ্যান্ড রিটায়ার্ড সার্ভিস সেকশন’ দায়িত্ব পালন করবে। ডিসি হেডকোয়ার্টার্সের তত্ত্বাবধানে সকল সেবা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে কাজ করবে এই শাখা।”

দীর্ঘ কর্মময় জীবন শেষে সম্প্রতি ডিএমপি থেকে অবসর নিয়েছেন ১৯৬ জন পুলিশ সদস্য। সোমবার বিদায়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তাদের হাতে তুলে দেন সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী। ঢাকার বাইরে থেকে বিদায় সংবর্ধনায় অংশগ্রহণকারীদের ডিএমপি কমিশনারের পক্ষ থেকে যাতায়াতের ব্যবস্থাও করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত