Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ছাদ কৃষিতে উৎসাহ দিতে প্রদর্শনী করবে ডিএনসিসি

ss-roof agriculture-2-7-24
[publishpress_authors_box]

ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা নেই। তাই ছাদই কৃষির বড় ক্ষেত্র। নগরবাসীকে ছাদ কৃষিতে আরও বেশি উৎসাহিত করতে প্রদর্শনী করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার দুপুরে গুলশান ডিএনসিসি নগর ভবনের ৮ম তলায় সভাকক্ষে ডিএনসিসির আওতাধীন এলাকায় রিবেটযোগ্য ছাদবাগানকারী/বৃক্ষরোপনকারীদের যোগ্যতা ও বাছাই পদ্ধতি নির্ধারণ এবং মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে নীতিমালা প্রণয়ন বিষয়ক এক সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এই ঘোষণা দেন।

এরই মধ্যে প্রদর্শনী আয়োজনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন মেয়র। আগামী নভেম্বরে হবে এই প্রদর্শনী।

ডিএনসিসি মেয়র বলেন, “ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা নেই। তাই ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে। কোনও ছাদে বাগান বা কৃষি থাকলে সেই ছাদে উঠতে ভালো লাগে। এটি ভবনের তাপমাত্রা কমাতেও সহায়তা করে। ছাদ কৃষি পরিবেশরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখে।

“ঢাকায় এখন অনেকে ছাদ কৃষি করছে। আরও অনেককে উৎসাহিত করতে আমরা ছাদ কৃষি নিয়ে প্রদর্শনীর আয়োজন করবো।”

মেয়র আরও বলেন, “ছাদবাগান করলে ১০ শতাংশ কর ছাড়ের ঘোষণা দিয়েছিলাম। মন্ত্রণালয়ও সব সিটি কর্পোরেশনের জন্য পরিকল্পিত ছাদ বাগানের উপর কর ছারের অনুমোদন দিয়েছে। বিশেষজ্ঞদের নিয়ে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। রিবেটযোগ্য ছাদবাগানকারী/বৃক্ষরোপনকারীদের যোগ্যতা ও বাছাই পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন হলে হোল্ডিং ট্যাক্স ছাড় পাবে নগরবাসী।”

সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, “সিটি কর্পোরেশন ছাদ কৃষির ওপরে ট্যাক্স রিবেট দিলে তা হবে নগরবাসীর জন্য সম্মানের। ছাদ কৃষি নিয়ে প্রদর্শনী দারুণ উদ্যোগ। আহ্বান থাকবে সিটি কর্পোরেশন যেন পরবর্তীতে ছাদ কৃষি নিয়ে এলাকাভিত্তিক প্রদর্শনী করার উদ্যোগ নেয়।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত