ভাতা বাড়ানোর দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেইনি চিকিৎসকরা। পরে নতুন সময় বেঁধে দিয়ে সন্ধ্যায় পথ ছেড়ে দেন তারা।
মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির (ডিএমজেএস) ব্যানারে রবিবার দুপুর দেড়টার দিকে তাদের অবরোধ শুরু হয়।
পরে বৃহস্পতিবারের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়ে সন্ধ্যায় শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তবে ওই সময় পর্যন্ত চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান তারা।
পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা জানান, ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির জন্য রবিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তারা। তা না হওয়ায় কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।
অবরোধে অংশ নেওয়া নিপসম ইনস্টিটিউটের চিকিৎসক ডা. মানসাদ সানজারী খান সকাল সন্ধ্যাকে বলেন, “গ্র্যাজুয়েশনের পর আমরা পোস্ট গ্র্যাজুয়েশনে চান্স পাই অনেক কষ্টে। বাইরে কোথাও চাকরি করতে পারব না-এমন চুক্তিতে সই করতে হয় আমাদের।
“সে অনুযায়ী আমাদের ভাতা দেওয়া হয় ২৫ হাজার টাকা। কিন্তু একজন চিকিৎসকের পোস্ট গ্র্যাজুয়েশন করতে বয়স ৩০ হয়ে যায়। তাছাড়া একেক জনের একেক সময় লাগে; ২-৬ বছর লেগে যায়। এজন্য আমরা ভাতা বাড়ানোর দাবিতে রাজপথে নেমেছি।”
সন্ধ্যায় অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন বলেন, “আন্দোলন চলাকালেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছিলাম। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।
“তাই আমরা আগামী বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির আল্টিমেটাম দিয়ে আজকের মতো আন্দোলন কর্মসূচি স্থগিত করছি। ওই সময় পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”
চিকিৎসকদের অবরোধে দুপুর থেকে শাহবাগ মোড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, “দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা শাহবাগ মোড় বন্ধ করে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা কথা বলে তাদেরকে সড়ক থেকে সরানোর সর্বোচ্চ চেষ্টা করি।”