Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

ভারতজুড়ে চিকিৎসকদের বিক্ষোভ

কলকাতায় বিক্ষোভ।
কলকাতায় বিক্ষোভ।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে শুক্রবার এক আবাসিক চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে দেশটির বিভিন্ন প্রান্তে চিকিৎসকরা বিক্ষোভ করছেন।

কলকাতার আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালের একটি সেমিনার হলে গত শুক্রবার ওই রেসিডেন্ট ডাক্তারের মরদেহ পাওয়া যায়। মরদেহের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ও ধর্ষণের আলামত পাওয়া গেছে। এই ঘটনায় একজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভারতের একাধিক রাজ্যের চিকিৎসক সংগঠন সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রতি জরুরি সেবা ছাড়া অন্য সব সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার আহ্বান জানায়। পাশাপাশি তারা এই মামলাটি দ্রুত বিচারের জন্য আদালতে আবেদন ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় একটি কমিটি গঠনের দাবি জানিয়েছে।

ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের (ফোর্ডা) সাধারণ সম্পাদক ডাঃ সর্বেশ পান্ডে বলেন, “দেশজুড়ে প্রায় তিন লাখ চিকিৎসক এই প্রতিবাদে অংশ নিয়েছেন। আগামীকাল আরও বেশি সংখ্যক চিকিৎসক বিক্ষোভে অংশ নেবেন।”

কলকাতায় বিক্ষোভরত চিকিৎসকদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘চিকিৎসকদের বাঁচাও, আমাদের ভবিষ্যৎ বাঁচাও’ এর মতো অনেক স্লোগান লেখা ছিল। হায়দরাবাদের চিকিৎসকরা মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করেন।

বিক্ষোভের সময় অনেক চিকিৎসক রোগী বা তাদের পরিবারের সদস্যদের হাতে স্বাস্থ্যকর্মীদের নির্যাতন ও হুমকির ঘটনা তুলে ধরেন।

২০১৫ সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের করা এক সমীক্ষায় দেখা যায়, ভারতের ৭৫ শতাংশ চিকিৎসক কোনও না কোনও ধরনের হিংসার শিকার হয়েছেন।

মঙ্গলবার অ্যাসোসিয়েশনটির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিটি সোশাল মিডিয়া এক্সে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, “এই তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড প্রথম নয়। এখনই এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হলে, এমন ঘটনা আরও ঘটবে।” চিঠিতে চিকিৎসকদের কর্ম পরিবেশ সৃষ্টি ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভারত বহু বছর ধরেই নারী নির্যাতনের উচ্চ হার মোকাবেলার চেষ্টা করছে। বেশ কয়েকটি ধর্ষণ মামলা আন্তর্জাতিক অঙ্গনকেও নাড়িয়ে দিয়েছিল।

ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশটিতে মোট ৩১ হাজার ৫১৬টি ধর্ষণের মামলা হয়। দৈনিক গড়ে ৮৬টি মামলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত