সরকারি চিকিৎসকরা কেন প্রান্তিক পর্যায়ে থাকতে চান না, সে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, যাকে যেখানে পদায়ন করা হবে, তাকে সেখানেই চিকিৎসাসেবা দিতে হবে।
রবিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
উত্তরবঙ্গের প্রান্তিক এলাকা থেকে চিকিৎসা নিতে কাউকে যেন দিনাজপুর শহরে যেতে না হয়, তেমন ব্যবস্থা করার কথা জানান তিনি। এ লক্ষ্যে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক নিয়োগের আশ্বাসও দিয়েছেন।
চিকিৎসকরা প্রান্তিক পর্যায়ে কেন থাকতে চান না তা দেখবেন জানিয়ে সামন্ত লাল সেন বলেন, “যাকে যেখানে বদলি করা হবে তাকে সেখানে থাকতে হবে। কাউকে অনেক দিন এক জায়গায় রাখা হবে, আবার কাউকে অবহেলা করা হবে, এমনটি হবে না। মোট কথা কারও সঙ্গে অন্যায় করা হবে না।
“আমার একটাই নির্দেশ, যাকে যেখানে পদায়ন করা হবে তাকে সেখানে থাকতেই হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সিটি স্ক্যান বা এ জাতীয় যেসব সুযোগ সুবিধা যেখানে প্রয়োজন, ঢাকায় গিয়ে তার দ্রুত ব্যবস্থা করবেন তিনি।
এছাড়া দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিনের গুরুত্বপূর্ণ বিষয় জুরিসপ্রুডেন্সে কোনও শিক্ষক ছিল না, দিনাজপুরে বসেই একজনকে নিয়োগের ব্যবস্থা করেছেন বলেও জানান।
নিজের বক্তব্যে দেশের প্রতিটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে আবারও হুঁশিয়ার করেন তিনি।
মেডিকেল কলেজ পরিদর্শনের এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমসহ অন্যরা।