নাটকীয় অভ্যুত্থানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছাড়ার পর দামেস্ক এখন উল্লাসের নগরী। কর্তৃত্ববাদী শাসকের পতন উদযাপনে পতাকা নিয়ে মিছিল চলেছে। কিন্তু সেই পতাকার গড়ন জাতীয় পতাকার চেয়ে যে ভিন্ন, তা নজরে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর।
বিদ্রোহীরা ক্ষমতা দখলের পরদিন সোমবার জর্ডানের আম্মানে সিরিয়া দূতাবাস থেকে জাতীয় পতাকা নামিয়ে দেওয়ার খবর এসেছে। মস্কোতে সিরিয়া দূতাবাসেও পতাকা নামিয়ে ফেলা হয়। তবে তারপর ওড়ানো হয় নতুন পতাকা, যা বিদ্রোহী গোষ্ঠীগুলো ব্যবহার করছে।
হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী রবিবার দামেস্ক দখলের পরপরই নতুন পতাকা উড়তে দেখা যায়।
সিরিয়ার বর্তমান জাতীয় পতাকার সঙ্গে এখন ওড়া পতাকার আদল ও রঙ এক থাকলেও ভিন্নতা রয়েছে নকশায়।
সিরিয়ার বর্তমান পতাকা আড়াআড়িভাবে তিন রঙা। ওপরে লাল, মাঝে সাদা এবং নিচে কালো। মাঝের সাদা অংশে দুটি সবুজ রঙের তারা।
পতাকায় লাল দিয়ে সিরিয়ার রক্তাক্ত স্বাধীনতা সংগ্রাম বোঝানো হয়, সাদা রঙ দিয়ে বোঝানো হয় শান্তিপূর্ণ ভবিষ্যৎ, আর কালো রঙ দিয়ে বোঝানো হয় আরবদের ওপর নিপীড়নের ইতিহাসকে। আর মাঝের দুটি তারা সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরব অঞ্চলে সিরিয়া ও মিশর মিলে এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ১৯৭১ পর্যন্ত তা টিকে ছিল। পরে দুটি স্বতন্ত্র রাষ্ট্র হয়ে যায়।
১৯৮০ সাল থেকে এই পতাকা ব্যবহার করছে সিরিয়া। তার আগে দুই বার দেশটির জাতীয় পতাকা পরিবর্তিত হয়। স্বাধীনতার পর ১৯৫৮ সালে একবার এবং ১৯৬১ সালে আরেকবার।
বিদ্রোহী গোষ্ঠী যে পতাকা ওড়াচ্ছে, সেটাও আড়াআড়িভাবে তিন রঙা। নিচে কালো ও মাঝে সাদা রঙ থাকলেও ওপরে লালের পরিবর্তে রয়েছে সবুজ। আর মাঝের সবুজ তারাগুলো হয়ে গেছে লাল। আর দুটি তারার জায়গায় এখন তিনটি তারা।
এই পতাকাটিও নতুন নয়; ১৯৩২ সালে ফ্রান্সের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার সময় প্রায় এমন নকশার পতাকা ব্যবহার করছিল সিরীয়রা। এখন আসাদ পরিবারের অর্ধশতক কালের স্বৈরশাসন থেকে মুক্তি স্মরণীয় করে রাখেতে আগের পতাকায় ফিরতে চাইছে বিদ্রোহীরা।
নতুন নকশার পতাকা ওড়ালেও রাষ্ট্রীয়ভাবে পতাকা পরিবর্তনের কোনও ঘোষণা এখনও আসেনি।