যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘টাইম’ ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করেছে। এতে দ্বিতীয়বারের মতো প্রভাবশালী এই সাময়িকীর প্রচ্ছদে জায়গা করে নিলেন ৭৮ বছর বয়সী ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প এর আগে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পরও টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছিলেন।
টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ডোনাল্ড ট্রাম্পসহ ১০ জন ব্যক্তিত্ব তাদের বিবেচনায় ছিল। তাদের মধ্যে ছিলেন নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যাওয়া যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যুক্তরাজ্যের রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেইট মিডলটন ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মতো ব্যক্তিত্বও।
তবে শেষ পর্যন্ত নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নিয়েছে টাইম।
গত নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এ বছরের প্রায় পুরোটা জুড়েই আলোচনায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়ে দুইবার হত্যাচেষ্টার শিকার হন তিনি, যা একটি ছিল নির্বাচনী প্রচার চালাতে গিয়ে। সেখানে ট্রাম্পকে লক্ষ্য করে ছোড়া গুলি তার কান ফুঁড়ে গিয়েছিল।
শেষ পর্যন্ত ৫ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোটের পাশাপাশি জনপ্রিয় ভোটেও হারিয়ে অভূতপূর্ব জয় পান রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুই-দুইবার অভিশংসিত হওয়ার পরও প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের এই বিজয়কে টাইম ম্যাগাজিন বর্ণনা করেছে “যুগান্তকারী রাজনৈতিক প্রত্যাবর্তন” হিসেবে।
টাইম সাময়িকী ৯৭ বছর ধরে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করে আসছে। বর্তমানে এটি ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে পরিচিত হলেও ১৯২৭ সালে চালুর সময় এটি ‘ম্যান অব দ্য ইয়ার’ নামে পরিচিত ছিল। সেই থেকে প্রতি বছর বিশ্বে সবচেয়ে প্রভাব বিস্তারকারীদের এই স্বীকৃতি দিয়ে আসছে সাময়িকীটি।
ট্রাম্পের আগে বিভিন্ন সময়ে টাইম যাদের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত করেছে, তাদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এর আগে ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রচার চালানোর সময় টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হতে না পেরে সাময়িকীটির সমালোচনায় মেতেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেবার বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে জার্মানির তৎকালীন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে বেছে নিয়েছিল টাইম।
অবশ্য ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর টাইমের প্রচ্ছদে জায়গা পেয়ে আবার সাময়িকীটিকে প্রশংসায়ও ভাসিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি একে ‘অত্যন্ত সম্মানজনক’ বলে অভিহিত করেছিলেন। একইসঙ্গে টাইমকে একটি গুরুত্বপূর্ণ সাময়িকী হিসেবেও অভিহিত করেছিলেন তিনি।
তবে গতবছর সঙ্গীত শিল্পী টেইলর সুইফটকে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করার পর ফের টাইমের সমালোচনায় মুখর হন ট্রাম্প। জনপ্রিয় এই গায়িকা নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছিলেন।