পরের বিশ্বকাপে ফাইনাল খেলার কথা বলেছিলেন ব্রাজিলিয়ান কোচ দোরিভাল জুনিয়র। অথচ ব্রাজিলের এখন সরাসরি বিশ্বকাপ খেলাই অনিশ্চিত। তাই সামাজিক যোগোযোগ মাধ্যমে সমালোচিত হচ্ছেন দোরিভাল।
কোচ হিসেবে ব্যর্থতার দায়টা খেলোয়াড়দের না দিয়ে নিজের কাঁধেই নিলেন দোরিভাল। প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে বললেন, ‘‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টা সফল হয় না সব সময় । এটা বুঝি। বিরতির আগে আমাদের অনেক ঘাটতি ছিল। এই দায় আমার। কোনো খেলোয়াড়কে দোষ দিতে চাই না। আমাদের বুঝতে হবে, যেখানে যাওয়ার চেষ্টা করছি সে জন্য আরও বেশি নিবেদন দরকার।’’
বিরতির আগে যাচ্ছেতাই খেলেছে ব্রাজিল। দায়িত্ব নেওয়ার পর এই ৪৫ মিনিটকে নিজের সবচেয়ে বাজে প্রথমার্ধ মনে হচ্ছে দোরিভালের, ‘‘বিরতি না হওয়া পর্যন্ত আমরা যা কিছু করেছি, সেটা আসলে হাল ছেড়ে দেওয়াই। আমরা এখানে আসার পর থেকে এটাই সবচেয়ে বাজে প্রথমার্ধ। ম্যাচের ফলটা নিশ্চিত হয়েছে তখনই।’’
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার চোটের জন্য মাঠের বাইরে অনেক দিন। নেইমারের ফেরার অপেক্ষায় আছেন দোরিভাল, ‘‘নেইমারকে আগে ক্লাবের দলে ফিরতে হবে। ওর সঙ্গে সব সময় যোগাযোগ হচ্ছে। নেইমারের পরিস্থিতি বোঝার চেষ্টা করছি আমরা । আশায় আছি ফিট হওয়ার। অপেক্ষা করতে হবে ওর জন্য।’’
ব্রাজিলিয়ান তারকা মার্কিনিয়োস অবশ্য বাস্তবতাটা মেনে নিচ্ছেন। ম্যাচ শেষে জানালেন, ‘‘খেলার কোন ধরনটি আমাদের জন্য সবচেয়ে ভালো সেটা এখনও বের করার চেষ্টা করছেন কোচ। এটাই ফুটে উঠছে ফলাফলে। আমাদের দলে অনেক নতুন ফুটবলার এসেছে। আত্মবিশ্বাসেও ঘাটতি আছে।”
খারাপ সময়টা পেছনে ফেলতে কঠোর পরিশ্রম করার কথা জানালেন মার্কিনিয়োস, ‘‘সময়টা এখন কঠিন।আমাদেরকে বের করতে হবে, কীভাবে এটা সামলাতে পারি। এখন পালাবদলের সময় চলছে। দল আত্মবিশ্বাস পাচ্ছে না। কঠোর পরিশ্রম করে এটা কাটিয়ে উঠব আমরা।’’