Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

যানজটে প্রিমিয়ার লিগের ম্যাচ শুরু হতে দেরি

2 team logo
[publishpress_authors_box]

ঢাকা প্রিমিয়ার লিগের সূচিতে বৃহস্পতিবার দুটো ম্যাচ রাখা হয়েছে বিকেএসপিতে। ম্যাচ শুরুর নির্ধারিত সময় সকাল ৯টা। অথচ বিকেএসপির দুই ম্যাচ শুরু হতে ঘন্টা পার। সাভার ইপিজেডের কাছে ম্যাচ আম্পায়ার, স্কোরারদের বহন করা গাড়ী যানজটে আটকে পড়ায় এই বিলম্ব।

বিকেএসপির দুই মাঠে নিয়মিত প্রিমিয়ার লিগের ম্যাচ রাখা হয়। কিন্তু প্রতি মৌসুমেই যানজটে ম্যাচ দেরিতে শুরু হওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিলম্বের ব্যাপারে সকাল সন্ধ্যাকে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সদস্য সচিন আলি হোসেন বলছিলেন, “আজ ইপিজেডের কাছে ব্যাপক যানজট ছিল। এজন্য ম্যাচ অফিসিয়ালদের বহন করা গাড়ী ও টিম বাসেরও নির্ধারিত সময়ে মাঠে আসতে দেরি হয়। এজন্য একটি ম্যাচের এক ওভার ও অপর ম্যাচের তিন ওভার কাম খেলানো হচ্ছে। এমন পরিস্থিতি হলে আমরা সবসময়ই একটু কনসিডার করি।”

বিকেএসপির ৪ নম্বরে মাঠে প্রাইম ব্যাংক ও ব্রাদার্সের খেলা শুরু হয়েছে সকাল ৯টা ৪০ মিনিটে। এই ম্যাচে দুই দল ৪৯ ওভার করে খেলবে। আর বিকেএসপি ৩ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডী ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচ শুরু হয় ৯টা ৫৬ মিনিটে। এই ম্যাচে দুই দল খেলবে ৪৭ ওভারে।

সূচিতে ফতুল্লায় থাকা দিনের অপর ম্যাচ অবশ্য যথাসময়েই শুরু হয়েছে। তাতে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমিনর বিপক্ষে বিশাল স্কোর করেছে। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৩ রান তাদের।

গাজী টায়ার্স দলের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন জাকের আলি অনিক। বিপিএল ও জাতীয় দলে খেলা ছন্দেই ব্যাট করেছেন তিনি। মাত্র ৪৮ বলে ঝড়ো ৭৬ রানের ইনিংসে ছিল ৩ চার ও ৫ ছক্কা। এছাড়া লোয়ার অর্ডারে নামা মোহাম্মদ সাইফউদ্দিনও একই রূপে ছিলেন। তার ব্যাট থেকে ১৫ বলে ২৯ রান এসেছে ২টি করে ছক্কা ও চারে।

এর আগে ওপেনার সাব্বির হোসেন মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ৮০ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৯৮ রান তার। তিন নম্বরে নামা মাহমুদুল হাসান জয় ১০৫ বলে করেন ৭৩।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত