যানজটের কারণে বিকেএসপির ম্যাচ শুরু হয়েছে ৪০ মিনিট দেরিতে। তামিম ইকবাল পৌঁছেছেন আরও দেরি করে। তাই ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে প্রাইম ব্যাংকের হয়ে ওপেন করতে পারেননি তামিম। নেমেছেন তিন নম্বরে। ওই পজিশনে অবশ্য সফল ছিলেন না। ১৫ বলে ১৬ রান করে আউট হয়েছেন ক্যাচ দিয়ে।
তামিমের ব্যাটিং পজিশন বদলে অবশ্য প্রাইম ব্যাংকের ভাগ্য বদল হয়নি। প্রথম ম্যাচের মতো লিগে দ্বিতীয় ম্যাচেও জিতেছে তারা। ব্রাদার্সের বিপক্ষে বৃহস্পতিবার তাদের জয়টি ছিল বিশাল।
শাহাদাত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমনের জোড়া সেঞ্চুরিতে রেকর্ড জুটি আসে প্রাইম ব্যাংকের। তাতে ৪ উইকেটে ৩৮০ রানের পুঁজি পায় দল। জবাবে ব্রাদার্সকে ৯ উইকেটে ২১৫ রানে আটকে দিয়ে ১৬৫ রানে জিতেছে তামিম ইকবালরা।
প্রিমিয়ার লিগে জাতীয় দলের ক্রিকেটাররা সাধারণত দলের সঙ্গে থাকেন না। নিজ উদ্যোগেই প্রতি ম্যাচ খেলতে যান তারা। দলের বাসে না যাওয়ায় তাই তামিমের বৃহস্পতিবার দেরি হলো একটু বেশি। দেরিতে পৌঁছানোয় টস করতেও নামা হয়নি। প্রাইম ব্যাংকের হয়ে টস করেছেন মোহাম্মদ মিঠুন।
তামিম না আসায় টস জিতলে ফিল্ডিং-ই নিতো প্রাইম। কিন্তু টস জেতে শাইনপুকুর। তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। অগত্যা ওপেনিংয়ে পরিবর্তন আনতে হয় প্রাইম ব্যাংক টিম ম্যানেজমেন্টকে। আগের ম্যাচে মিডলঅর্ডারে নামা পারভেজ ইমন ওপেন করেন শাহাদাত দিপুর সঙ্গে।
ইমন এমনিতেও ওপেনিংয়েই খেলেন। সেই অভিজ্ঞতাই কাজে লাগালেন প্রাপ্ত সুযোগে। দেশের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান (৪০ বলে টি-টোয়েন্টিতে) দিপুকে নিয়ে রেকর্ড জুটি গড়লেন। লিস্ট এ-তে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৪৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়েছেন তারা।
সর্বোচ্চ ৩১২ রানের জুটি ২০১৯ সালে আবাহনীর হয়ে সৌম্য সরকার ও জহুরুল ইসলামের। দ্বিতীয় ২৯২ রানের তামিম ও লিটনের ২০২০ সালে জিম্বাবুয়ের সঙ্গে।
লিস্ট এ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করা দিপু আউট হয়েছেন ১১১ বলে ৪ ছক্কা ও ১০ চারে ১১৯ রানে। আর ক্যারিয়ার সেরা স্কোর গড়া ইমন থেমেছেন ১২৯ বলে ৮ ছক্কা ও ৯ চারে ১৫১ রানে। শেষদিকে শেখ মেহেদি হাসান ১৭ বলে ৪৫ রানের ইনিংস খেললে ৪০০ থেকে ২০ রান দূরে ইনিংস শেষ করে প্রাইম ব্যাংক।
জুটির মতো দলটির দলীয় সংগ্রহও লিস্ট এ -তে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ২০১৮ সালে বিকেএসপিতেই প্রাইম দোলেশ্বরের বিপক্ষে সর্বোচ্চ ৩৯৩ করেছিল আবাহনী। একই ভেন্যুতে ২০২২ সালে শাইনপুকুরের বিপক্ষে ৩৮৮ রানের কীর্তির প্রাইম ব্যাংকের।
অঘটনের শিকার শেখ জামাল
বিকেএসপিতে এক মাঠে রেকর্ডের দিনে অপর মাঠে হয়েছে অঘটন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে ৬ উইকেটে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। দেরিতে শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করে ৪৭ ওভারে ৭ উইকেটে ২৩৭ রান তুলেছে তারা। জবাবে ৪৪.৫ ওভারেই ৪ উইকেটে ২৩৮ করে শাইনপুকুর।
৮০ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তার লড়াই ভেস্তে যায় শাইনপুকুর ব্যাটারদের দৃঢ়তায়। খালিদ হাসান ৬৬, মার্শাল আইয়ুব ৫৭ ও আকবর আলির অপরাজিত ৬২ রানে দারুণ জয় পায় শাইনপুকুর।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও বড় জয় আবাহনীর
ফতুল্লায় আগে ব্যাট করে গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমিকে ৩৪৪ রানের লক্ষ্য দেয় আবাহনী। ওই রানই কঠিন ছিল দলটির জন্য। মাঝে বৃষ্টিতে ম্যাচে বিঘ্ন ঘটায় কার্টেল ওভার হয়। তাতে ৪০ ওভারে ৩১০ রানের নতুন লক্ষ্য দাঁড়ায় গাজী টায়ার্সের। এই চ্যালেঞ্জও কঠিন হয় দলটির জন্য। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৩ রান করেছে তারা। সুবাদে ডাকওয়ার্থ লুইস মেথডে ১৪৬ রানের জয় পায় আবাহনী।