Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বিশাল জয়ে লিগ শুরু আবাহনীর

আবাহনি টস
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

চ্যাম্পিয়নের মতোই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করল আবাহনী লিমিটেড। নবম আসরের প্রথম ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে একরকম ছেলে খেলা করে হারিয়েছে তারা। মিরপুরে তাদের জয় এসেছে ১৭১ রানের।

বড় দলের জয়ের দিনে হাসি ফুটেছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবেরও। ফতুল্লায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭১ রানে হারিয়েছে তারা। আর বিকেএসপিতে গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমিকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডী ক্লাব।

মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে লড়াইয়ে টিকতেই পারেনি পারটেক্স। ২৬৯ রানের লক্ষ্যে নেমে ৩৩ ওভারের মধ্যে ৯৭ রানে অলআউট হয় তারা। দলটির সর্বোচ্চ রান ছিল লোয়ার অর্ডারে নামা রাজিবুল ইসলামের ২০। বাংলাদেশ জাতীয় দলে খেলা বোলারদের সামনে একদম লুটিয়ে পড়ে পারটেক্সের ব্যাটাররা।

বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ২৬ রানে নেন ৪ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন রাকিবুল ও সাইফউদ্দিন। এর আগে আবাহনীকে তিনশোর (৯ উইকেটে ২৬৮) নিচে বেঁধে রাখতে সফল হয়েছিল পারটেক্স।

ফতুল্লায় তামিম ইকবালরা দুইশো পার করতে পারেননি (৪৭ ওভারে ১৯৬)। তবুও জিততে সমস্যা হয়নি প্রাইম ব্যাংকের। হাসান মাহমুদের ১০ ওভারে ১৫ রানে নেয়া ৪ উইকেটে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। এছাড়া সানজামুল ইসলাম নেন ৩ উইকেট। শাইনপুকুরের হয়ে জিসান আলম ২৭ ও মার্শাল আইয়ুব করেন ২১ রান।

বিকেএসপিতে শেখ জামালও জিতেছে অনায়াসে। গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমি ৯২ রানে তাদের ৪ উইকেট তুলে নিয়ে লড়াইয়ের আভাষ দেয়। কিন্তু ইয়াসির রাব্বির অপরাজিত ৩২ বলে ৪৪ ও নুরুল হাসান সোহানের অপরাজিত ৩৯ বলে ৩১ রানে সহজ জয় পায় শেখ জামাল। দুজনের জুটি ছিল ৭৬ রানের।

১৬৮ রানের লক্ষ্যে নেমে যুব বিশ্বকাপ খেলা পেসার মারুফ মৃধার গতিতে বারবার হোঁচট খাচ্ছিল শেখ জামাল। শুরুর ৪ ব্যাটারের তিনজনই ফিরেছেন মারুফের বলে। সেই হোঁচট কাটিয়ে অভিজ্ঞ ব্যাটারদের ব্যাটে ভালো ভাবেই ম্যাচ শেষ করেছে শেখ জামাল।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত