Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

 খেলেননি সাকিব, তামিমের ১৭ রান

মিরপুরে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় নবম ঢাকা প্রিমিয়ার লিগের। ছবি : বিসিবি।
মিরপুরে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় নবম ঢাকা প্রিমিয়ার লিগের। ছবি : বিসিবি।
[publishpress_authors_box]

নবম ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে মিরপুরে আবাহনী লিমিটেডের মুখোমুখি পারটেক্স স্পোর্টিং। লিগে নতুন নাম লেখানো দলের বিপক্ষে বিধ্বংসী শুরু করেছিল ঢাকার জায়ান্টরা। কিন্তু শেষটা শুরুর মতো হলো না। ১৮ ওভারের ভেতরেই ১০৭ তুলেও আবাহনী ইনিংস শেষে দাঁড় করিয়েছে মাত্র ৯ উইকেটে ২৬৮ রান।

মিরপুরের উইকেটে পরে ব্যাট করা কঠিন। তবুও টস জিতে আবাহনীকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সাহস দেখায় পারটেক্স অধিনায়ক মিজানুর রহমান। নাঈম শেখ ও সাব্বির হোসেনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় আবাহনী। ১৮ ওভারে ওপেনিং জুটিতে আসে ১০৭ রান।

৫৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ওপেনার সাব্বিরের ৭১ রানে ফেরার পর ছন্দপতন শুরু হয়। দুই ওভার পর আসাদুজ্জামান পায়েল পরপর দুই দলে নাঈম ও আফিফ হোসেনকে ফেরান। নাঈম শেখকে ৫৮ বলে ৩৭ ও আফিফকে প্রথম বলেই ক্যাচ আউট করে ফেরান। অবশ্য হ্যাটট্রিক সম্ভাবনা জাগিয়েও হ্যাটট্রিক করতে পারেননি।

দুর্দান্ত বল করা পায়েলের ইনিংসের শেষ দিকে পায়ে টান না লাগলে আবাহনীর আরও কিছু রান আটকে দিতে পারতো পারটেক্স। ৩৩ রানে ৩ উইকেট নেয়া পায়েল অষ্টম ওভারে ইনজুরিতে পড়ার পর আর বল করতে পারেননি।

শেষদিকে পায়েলের না থাকার সুযোগটা ভালো কাজে লাগিয়েছেন মোসাদ্দেক সৈকত। পায়েলের বদলে বল করতে আসা স্পিনার আজমীরের ওভারে দুটো ছক্কায় দলের রান বাড়িয়েছেন। শেষ পর্যন্ত ৩ ছক্কা ও ২ চারে ৪৮ বলে ৪২ রান করেন মোসাদ্দেক। এছাড়া সাইফউদ্দিন ৩৫ বলে করেন ৩১, জাকের আলি অনিক ৩১ বলে ২১ ও মাহমুদুল হাসান জয় ৫০ বলে ৩৪ করেন। পায়েল ছাড়া পারটেক্সের মোহর শেখ ৩ উইকেট নেন।

একই দিন লিগের অন্য দুই ম্যাচে বিকেএসপিতে গাজী টায়ার্স ক্রিকেট ক্লাব শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ১৬৭ রান অলআউট হয়েছে। দলটির ওপেনার যুব বিশ্বকাপ খেলা আশিকুর রহমান শিবলি ১৩৩ বলে ৮৯ রান করে ইনিংস ক্যারি করেছেন। দুই দিন আগে মিরপুরে সন্তানদের নিয়ে সময় কাটানো সাকিব আল হাসান শেখ জামালের হয়ে প্রথম ম্যাচটা খেলেননি। ব্যক্তিগত কারণে এই ম্যাচে নেই তিনি।

আর ফতুল্লায় বড় শাইনপুকুরের বিপক্ষে ভালো স্কোর গড়তে ব্যর্থ বড় দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম ইকবালের নেতৃত্বে মাত্র ১৯৬ রানে আটকে গেল তারা। তামিম নিজে ওপেন করতে নেমে ২৬ বলে ৩ চারে মাত্র ১৭ করে ফিরেছেন। দলের সর্বোচ্চ রান এসেছে লোয়ার অর্ডার নাজমুল অপুর ব্যাট থেকে ৫৩ বলে ৪০।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত