মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ার সেরা স্পেল ২৬ রানে ৬ উইকেট। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে ছিল সেই কীর্তি। বৃহস্পতিবার বিকেএসপিতে লিস্ট এ ক্যারিয়ারে সেই ফিগার হুমকিতে ফেলে দিচ্ছিলেন। শেষ পর্যন্ত থেমেছেন ১৭ রানে ৫ উইকেট নিয়ে।
৩০ জানুয়ারি বিপিএলে ফরচুন বরিশালের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন মাশরাফি। এরপর গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বৃহস্পতিবার প্রায় দেড় মাস পর মাঠে নামলেন। আর ফিরেই বাজিমাত। ইনিংসে ৫ উইকেট নিলেন লিস্ট এ ক্যারিয়ারে অষ্টমবার।
মাশরাফি গত আসরেও ৫ উইকেট নিয়েছিলেন মোহামেডানের বিপক্ষে। ফিগার ছিল ৮.৪ ওভারে ১৭ রানে ৫টি। এবার ৮ ওভারে ১৯ রানে ৫ উইকেট নিলেন। মাশরাফির স্পেলে মাত্র ১৩৬ রানে আটকে গেছে গাজী গ্রুপ। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে লিজেন্ডস। ম্যাচ সেরা হয়েছেন মাশরাফি।
বিকেএসপিতে অপর ম্যাচে মোহামেডানের বিপক্ষে ১৮৭ রানে অলআউট হয় পারটেক্স স্পোর্টিং ক্লাব। জবাবে ৪২.২ ওভারে ৪ উইকেটের জয় মোহামেডানের। ওয়ানডে সিরিজ খেলে ফেরা মোহামেডানের মাহমুদউল্লাহ করেছিলেন ২ রান। তবে মাহিদুল ইসলাম অঙ্কন ৭০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
ফতুল্লার ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমিতে ২২৫ রানের লক্ষ্য দিয়ে ১৫১ রানে অলআউট করে দেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৭৩ রানের জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলা রিশাদ হোসেন ২৭ রানে ৩ উইকেট নেন।