ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচ জিতল মোহামেডান। ফতুল্লায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮৪ রানে জিতেছে তারা। একই দিনে লো স্কোরিং ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অন্য ম্যাচে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
ফতুল্লায় জোড়া সেঞ্চুরিতে দিনটি রাঙিয়েছে মোহামেডান। ৫২ রানে তিন উইকেট হারানোর পর ১৭৬ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও আরিফুল ইসলাম। অধিনায়ক ইমরুল ক্যারিয়ারের ২১ তম লিস্ট এ সেঞ্চুরির পথে ১২৭ বলে করেছেন ১০৬ রান।
আর আরিফুল তিনটিকে স্মরণীয় করেছেন লিস্ট এ তে নিজের প্রথম সেঞ্চুরি দিয়ে। শেষ পর্যন্ত দলকে ৫ উইকেটে ২৬৬ রানে পৌঁছে দিতে ১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় অপরাজিত ১১৫ রান করেন।
পরে আবু হায়দার রনির ৪ উইকেট ও নাঈম হাসানের ৩ উইকেটে রূপগঞ্জকে ৯ উইকেটে ১৮২ রানে অলআউট করে মোহামেডান। রূপগঞ্জের হয়ে মাহফিজুল ইসলাম রবিনের ৭৮ ছাড়া বলার মতো স্কোর নেই কারও।
বিকেএসপিতে দিনের অন্য ম্যাচে সিটির দেয়া ১৮৭ রানের লক্ষ্যে নেমে ৩৭.১ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান করে ম্যাচ জেতে রূপগঞ্জ। সাদমান ইসলাম ১০৯ বলে ৯১ রান করেন। বিকেএসপির অপর মাঠে পারটেক্সের দেয়া ১৩১ রানের লক্ষ্যে নেমে ৩২.১ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।