দুই ম্যাচ আগেও সর্বোচ্চ রান তালিকায় একদম তলানীতে ছিলেন ব্যাটার পারভেজ হোসেন ইমন। ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে চলতি প্রিমিয়ার লিগে এক লাফে তালিকার শীর্ষে চলে এলেন। আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার। রোববার সিটি ক্লাবের বিপক্ষে হাঁকালেন টানা দ্বিতীয় সেঞ্চুরি।
ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির তালিকায় অনেক ব্যাটারের নাম আছে। সে তালিকায় এবার যুক্ত হলেন ইমন। সিটির বিপক্ষে এদিন ৫টি করে ছক্কা ও চারে ১১৪ বলে ১০০ রান করেন। তার ব্যাটে ৮ উইকেটে ৩০৫ রানের বড় স্কোর গড়েছে প্রাইম ব্যাংক।
গত ম্যাচের মতো এ ম্যাচে ব্যর্থ হন তামিম ইকবাল। জ্যামের কারণে গত ম্যাচে ওপেন করা হয়নি তার। এ ম্যাচে সঠিক সময়েই মাঠে পৌঁছেছেন তামিম সহ বিকেএসপির ম্যাচটির সব কলাকুশলীরা। এবার তাই ওপেন করেছেন তামিম। কিন্তু ১১ বলে ১ চারে ৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।
তামিমের ফেরার পর দ্বিতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন ইমন ও জাকির হাসান। জাকির ৭৭ বলে ৭৯ রান করেন। এছাড়া মিডলঅর্ডারে মোহাম্মদ মিঠুন করেন ২৯ বলে ৪২ ও নাঈম ইসলাম ৩১ বলে ২২ রান করেন।
বিকেএসপির অপর মাঠে আবাহনীর বিপক্ষে স্বল্প সংগ্রহে গুটিয়ে যায় শাইনপুকুর। গত ম্যাচে শেখ জামালকে অঘটনের শিকার করা দলটি এবার ৪২.৪ ওভারে মাত্র ১৬৯ রান করে। মাত্র ৪৭ রানেই দলটির ৫ উইকেট পড়ে যায় খালেদ আহমেদের দ্রুত ৩ শিকারে। আকবর আলির ৫৫ ও মেহেরব হাসানের ৫০ রানে সম্মানজনক সংগ্রহ পায় শাইনপুকুর।
জবাবে ১৯ বলে মাত্র ৫ রানে আউট হন জাতীয় দল থেকে বাদ পড়ে আবাহনীর হয়ে খেলা লিটন দাস। আরাফাত সানীর বলে বোল্ড হন ছন্দ হারানো লিটন।
ফতুল্লায় নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২৫৬ রান করেছে শেখ জামাল। আগের ম্যাচ হেরে যাওয়া দলটির হয়ে ৯৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০১ রান করেন সোহান। অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন ১০০ বলে ৭৪ রান করা ফজলে রাব্বি।