Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সাকিব-তামিমের ফিফটি হৃদয়-ইমনের সেঞ্চুরি

৩ ক্রিকেটার
[publishpress_authors_box]

ব্যাটে রানের দেখা সাকিব আল হাসানের। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে নিজের তৃতীয় ম্যাচে ফিফটি করলেন। প্রাইম ব্যাংকের হয়ে ফিফটি করেছেন তামিম ইকবালও। এদিকে লিগে আবাহনীর জার্সিতে নেমেই সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়। প্রাইম ব্যাংকের হয়ে নিজের তৃতীয় সেঞ্চুরি করলেন পারভেজ হোসেন ইমন।

বুধবার লিগে রান উর্বরা দিনে হেসেছে ব্যাটারদের ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নামার আগে ফিফটি পেয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতিতে ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় করেছেন ৫৩ রান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আগে ব্যাট করে সাকিবরা ২৩৩ রানে অলআউট হন। জবাবে গাজী ১৯২ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ৩৯ রানে। সাকিব ২ উইকেট নেন।

আবাহনীর টানা ষষ্ঠ জয় এসেছে হৃদয়ের সেঞ্চুরিতে। এক টেস্টের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন হৃদয়। তাই সিলেট যাওয়া না হলে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে আগেই আবাহনীর হয়ে মাঠে নামতেন। আন্তর্জাতিক ক্রিকেটের ভালো সময় লিগেও ফিরিয়েছেন হৃদয়। ৮৪ বলে ১১ চার ও ৬ ছক্কায় করেছেন ১২৫ রান। তার সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩২০ রান করে আবাহনী। জবাবে ১৮০ রানে অলআউট হয়ে ১৪০ রানে ম্যাচ হারে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

বিকেএসপিতে ইমনের ১১১ বলে ৬টি করে চার ও ছক্কায় ১১০ ও তামিমের ৮৩ বলে ৬৫ রানে ২৭৯ রান করে প্রাইম ব্যাংক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত