জাতীয় দল থেকে ছুটিতে আছেন সাকিব আল হাসান। তবে শেখ জামাল ধানমন্ডী ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ খেলার কথা ছিল তার। দলটির হয়ে শুরুর তিন ম্যাচ খেলতে পারেননি অন্যান্য ব্যস্ততায়। সেসব কাটিয়ে বুধবার মাঠে ফিরেছেন সাকিব। ফিরেই বল হাতে বিপিএলের মতোই উজ্জ্বল ছিলেন।
এদিকে প্রাইম ব্যাংকের হয়ে তামিম ইকবালও রানে ফিরেছেন। আজ ছিল তামিমের ৩৫ জন্মদিন। দিনটি উদযাপন করলেন দলের জয় ও হাফসেঞ্চুরি দিয়ে।
তামিম-সাকিব দুজনের দল জিতেছে এদিন। বিকেএসপিতে দুটো ম্যাচ হয়েছে ৩৪ ওভারে। আগেরদিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ম্যাচ শুরু হতে দেরি হয়। কার্টেল ওভারে আবাহনীর মতো টানা চতুর্থ ম্যাচ জিতল প্রাইম ব্যাংক। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ১৩২ রান ২ উইকেটে টপকেছে তারা। শেখ জামাল ধানমন্ডী ৫ উইকেটে ২১৮ রান করে সিটি ক্লাবকে ৯ উইকেটে ১৭৮ রানে বেঁধে ফেলে। তাদের জয় ৪০ রানে।
চোখের সমস্যা থেকে কাটিয়ে উঠতে আরও সময় নিতে চেয়েছেন। তাই জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সিরিজে খেলেননি সাকিব। সেই সঙ্গে প্রিমিয়ার লিগ খেলে বল দেখায় আরও অভ্যস্ত হতে চেয়েছিলেন। লিগ শুরুর তিন ম্যাচ পর সাকিবকে মাঠে দেখা গেল। সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচটিতে ব্যাট হাতে খুব ভালো করতে পারেননি। ১৪ বলে ২ চারে করেছেন ১৯। নুরুল হাসান সোহান ৭২ ও ইয়াসির আলি রাব্বি ৭৮ রান করেন।
সিটির ইনিংসে হ্যাটট্রিক সম্ভাবনা জাগিয়েছিলে সাকিব। ২৩তম ওভারে তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নেন। কিন্তু হ্যাটট্রিক করতে পারেননি। শুরুর দিকে ১ উইকেট নেয়ায় ৭ ওভারে ৩৯ রানে ৩ উইকেট সাকিবের।
তামিমদের জন্য রান তাড়া সহজই ছিল। মাত্র ১৩৩ রানের লক্ষ্যে নেমে তামিম ও ইনফর্ম ওপেনার পারভেজ হোসেন ইমন ১১৮ রানের জুটিতে ম্যাচ সহজ করেন। তামিম ৭৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৭ ও ইমন ৭৫ বলে ৩ চারে ৫০ রান করেন।
চার রাউন্ড শেষে আবাহনীর মতোই ৮ পয়েন্ট প্রাইম ব্যাংকের। তবে আবাহনীর রান রেট ৩.৩৭ আর প্রাইম ব্যাংকের ১.৪৫। তিনে থাকা শেখ জামাল ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট পেয়েছে।