Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মোহামেডানের হয়ে শিরোপা জয়ের স্বপ্ন মাহমুদউল্লাহ-মিরাজের

মোহামেডান
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

কিছুদিন আগেই দুজনে মিলে ক্যারিয়ারের প্রথম বিপিএল শিরোপা জিতেছেন ফরচুন বরিশালের হয়ে। ওই সাফল্যের পরপরই ঘরোয়া ক্রিকেটের আরেকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে একই জার্সিতে নামছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। এই আসরেও অভিন্ন স্বপ্ন তাদের। এবার ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিতে চান মোহামেডানকে।

ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২২বার শিরোপা জিতেছে আবাহনী। দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার মোহামেডানের। কিন্তু ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার পর মোহামেডান একবারও শিরোপা জিততে পারেনি।

এবার সেই আক্ষেপ ঘোচাতে চান মাহমুদউল্লাহ ও মিরাজ। মঙ্গলবার লিগে দলটির প্রথম ম্যাচের আগে দুই তারকাই স্বপ্ন দেখালেন বড় কিছুর। মাহমুদউল্লাহ বলেছেন, “এবারের দল নিয়ে আমি খুবই আশাবাদী। যদি ব্যাটিংয়ের দিক দিয়ে ধরি টপ অর্ডার মিডল অর্ডারে আমাদের ভালো মানের ব্যাটসম্যান রয়েছে। ভালো মানের স্পিনারও রয়েছে। আমি আশা করি আমাদের ছোটো লক্ষ্য গুলো যদি পূরণ করতে পারি তাহলে আমাদের যেই মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হতে চাই সেজন্যই দলটা গড়া হয়েছে।”

মিরাজ তো একটু জোড় দিয়েই বললেন চ্যাম্পিয়ন হওয়ার কথা, “আমাদের যে সামর্থ্য আছে সেই অনুযায়ী যদি আমরা খেলতে পারি অবশ্যই ইনশাআল্লাহ শিরোপা জিতবো। সবচেয়ে বড় কথা আমাদের দলে ভারসাম্য ভালো। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আশা করি এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান চ্যাম্পিয়ন হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত