Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

দল পেলেন মোস্তাফিজুর খেলবেন প্রাইম ব্যাংকে

মোস্তাফিজ
[publishpress_authors_box]

এটা অবশ্য দল পাওয়া নয়, আগের দলেই খেলছেন মোস্তাফিজুর রহমান। গতবার প্রাইম ব্যাংকে খেলা মোস্তাফিজ এবার দল পাচ্ছিলেন না। অবশেষে জানা গেল আগের ক্লাবেই খেলবেন তবে ঈদের পর।

দল না পাওয়ার পাশাপাশি মোস্তাফিজ একটু ইনজুরিতে ভুগছিলেন। আক্ষরিক ইনজুরি নয় তবে ব্যাথাজনিত সমস্যা ছিল তার। সেই ব্যাথা নিরাময়ের জন্য নিজের রক্তের প্লাটিলেট থেকে তৈরি ইনজেকশন নিয়েছেন ফিজ।

বিসিবির মেডিকেল বিভাগ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছে, মোস্তাফিজ আপাতত বিশ্রামে থাকবেন। ঈদের পর প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন। পিআরপি চিকিৎসা হচ্ছে নিজের প্লাটিলেট দিয়ে তৈরি এক ধরনের ইনজেকশন (পিআরপি ইনজেকশন)।

ইনজেকশনগুলো ক্ষতিগ্রস্ত লিগামেন্ট, টেন্ডন, পেশি বা জয়েন্টগুলোর চিকিৎসার জন্য রোগীর রক্তের নমুনা থেকে তৈরি করা হয়। লিগামেন্ট ও মাংসপেশি ইনজুরিজনিত সমস্যায় এটি প্রয়োগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত বা ব্যথাযুক্ত স্থানে প্লাটিলেট সরবরাহ বাড়ায়। ব্যথা কমাতে সাহায্য করে।

মোস্তাফিজের কাঁধে যে ইনজুরি হয়েছিল সেটাই এই বোলারকে ভোগাচ্ছে। বারবার ব্যাথা ফিরে আসায় মাঠে নামার আগে বিশ্রাম নিতে হতো মোস্তাফিজকে। তাছাড়া ওই ব্যাথা উপশমের জন্যও পিআরপি ইনজেকশন নিয়েছেন।

এই ইনজেকশন নেওয়ার পর ১০ দিন বিশ্রামে থাকতে হয়। এতে করে মোস্তাফিজকে ঈদের আগে মাঠে নামার ‍সুযোগ নেই। ঈদের পর ডিপিএলের সুপার লিগে খেলতে পারেন এই পেসার।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত