পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোনে অভিনন্দন জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তখনই জানানো হয়েছিল, দেশে ফিরলে ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হবে। সেই সংবর্ধনা দেওয়া হল আজ (বৃহস্পতিবার)।
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দুপুর নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা করেন নাজমুল হোসেন শান্তরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন এ সময়।
বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও ছিলেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।
পাকিস্তান জয়ের পর ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এর ফাঁকেই তাদের সঙ্গে দেখা করলেন ড. ইউনূস।
এ সময় তিনি ক্রিকেটারদের বলেন, ‘‘জয়ের পর (সিরিজ) আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। তবে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে ছিলাম। পুরো জাতির হয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’’
একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথাও মনে করিয়ে দেন প্রধান উপদেষ্টা । গত প্যারিস অলিম্পিকে নিজের ভূমিকাও শান্কাতদের কাছে তুলে ধরেন তিনি।
গত প্যারিস অলিম্পিকের পরামর্শক ও শুভেচ্ছাদূত ছিলেন ড.মুহাম্মদ ইউনূস। ইতালির মিলানো করতিনায় ২০২৬ শীতকালীন অলিম্পিকেও একই ভূমিকায় আমন্ত্রণ পাওয়ার কথা আজ জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আপ্লুত নাজমুল হোসেন শান্তও, ‘‘এখানে আসতে পেরে সব ক্রিকেটারই খুশি। এটা সত্যিই অনুপ্রাণিত করবে আমাদের।’’