Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বঙ্গভবনে ঢুকতে গিয়ে ধাওয়া খেলেন মাহি বি চৌধুরী

mahi b choudhury
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিকল্প ধারার যুগ্ম মহাসচিব। কিন্তু ধাওয়া খেয়ে বঙ্গভবন এলাকা ছাড়তে হয় তাকে।

এসময় বঙ্গভবনের সামনে উপস্থিত কয়েকজন তাকে দেখে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দেয়।

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী। মাহির বাবা বিকল্প ধারার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্ট সহিংসতায় সাধারণ মানুষ নিহতের জেরে দেশে সরকার পতনের এক দফা ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলন তীব্র হয়ে উঠলে গত ৫ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবে ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয় রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন উপদেষ্টার সমন্বয়ে গঠিত এই সরকার শপথ গ্রহণ করে বৃহস্পতিবার।

শপথের আগে আগে রাত ৮টা ৩৫ মিনিটে একটা সাদা গাড়িতে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করতেই রোষের মুখে পড়েন মাহি বি চৌধুরী। এসময় তাকে ‘ভুয়া, ভুয়া’ ও ‘দালাল’ স্লোগান দিয়ে বিব্রত করার চেষ্টা করা হয়। কেউ কেউ তার গাড়িতে লাথি ঘুষি মারে।

একসময়ে গাড়ির প্রথম সিটে বসা মাহি দুহাত তুলে ক্ষমা চায়। পর পর কয়েকবার প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে এলাকা ছাড়েন মাহি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন মাহী বি চৌধুরী। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজ দলীয় প্রতীক কুলা মার্কা নিয়ে নির্বাচন করে নৌকা প্রতীকে মহিউদ্দিন আহমেদের কাছে বিপুল ভোটে পরাজিত হন।

গাড়ি প্রবেশে বাধা দেওয়া একজন সকাল সন্ধ্যাকে বলেন, “ওরা ভারতের দালাল। এই মাফিয়া সরকারের একজন সহযোগী সে। এই অবৈধ সরকার যত খুন, ঘুম করেছে তার অংশীদারিত্ব ওর আছে।

“ওরা দেশ বিক্রি করে দিছে। এই দালালের কোনও ভবনে ঠাই হবে না।”

ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “আমার পরিচয় নাই। আমি জনতা। আম জনতা।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত